TRENDING:

Strom: সব যেন গিলে খাচ্ছে...! তীব্র ঝড়ের তাণ্ডবে এক রাতেই সব লণ্ডভণ্ড, ভয়ানক খারাপ অবস্থা নকশালবাড়িতে

Last Updated:
Strom: নকশালবাড়ি শান্তিনগরে রবিবার গভীর রাতে দমকা ঝোড়ো হাওয়ায় তছনছ হয়ে যায় গোটা এলাকা। প্রচণ্ড ঝড়ের দাপটে পড়ে যায় ২৫টিরও বেশি গাছ।
advertisement
1/6
সব যেন গিলে খাচ্ছে...! তীব্র ঝড়ের তাণ্ডবে এক রাতেই সব লণ্ডভণ্ড, ভয়ানক খারাপ অবস্থা
রবিবার গভীর রাতে আচমকা দমকা হাওয়া আর বজ্রবিদ্যুতের দাপটে এক ধাক্কায় লণ্ডভণ্ড হয়ে গেল নকশালবাড়ির শান্তিনগর এলাকা। হঠাৎই শুরু হওয়া তীব্র ঝড়ে উপড়ে পড়েছে ২৫টিরও বেশি গাছ। বহু পুরনো গাছের ভারে ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি।
advertisement
2/6
সবচেয়ে আতঙ্কের খবর — এক গাছ ভেঙে পড়ে বাড়ির ভেতরেই চাপা পড়েন অর্চনা বর্মন নামে এক মহিলা। স্থানীয়রা প্রাণপণ চেষ্টায় তাঁকে উদ্ধার করে প্রথমে নকশালবাড়ি হাসপাতালে, পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় এখনও চিকিৎসাধীন অর্চনা দেবী।
advertisement
3/6
ঝড়ের তাণ্ডবে ছিড়ে গেছে বিদ্যুতের তার। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকা। প্রায় গোটা রাত অন্ধকারে কেটেছে শতাধিক পরিবারের। এখনও পর্যন্ত বিদ্যুৎ সংযোগ মেরামতির কাজ শুরু করতে পারেনি বিদ্যুৎ বিভাগ — গাছের ডালপালা সরানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
advertisement
4/6
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই শান্তিনগরে বেশ কিছু বিপজ্জনক অবস্থায় থাকা গাছ কাটার দাবি উঠেছিল, কিন্তু প্রশাসনের তরফে তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে রাতের এই ঝড়ে পুরনো গাছগুলোই ভয়াবহ বিপদ ডেকে আনল।
advertisement
5/6
ঘটনার খবর পেয়ে এলাকা পরিদর্শনে আসেন নকশালবাড়ি পঞ্চায়েত প্রধান ও বিডিও। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের ত্রিপল দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। তবে বড় ক্ষয়ক্ষতি সামলাতে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।
advertisement
6/6
এখন এলাকার মানুষজনের একটাই দাবি , দ্রুত বিদ্যুৎ সংযোগ ফিরুক আর বিপজ্জনক গাছগুলিকে দ্রুত সরিয়ে ফেলা হোক। না হলে আরেকটা ঝড় কবে যে নতুন বিপদ ডেকে আনবে, সেই আতঙ্কেই দিন গুনছেন শান্তিনগরের মানুষজন।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Strom: সব যেন গিলে খাচ্ছে...! তীব্র ঝড়ের তাণ্ডবে এক রাতেই সব লণ্ডভণ্ড, ভয়ানক খারাপ অবস্থা নকশালবাড়িতে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল