শতবর্ষের ঐতিহ্য! বিশ্বকর্মা পুজোয় হাতিদের মহাসুখ, যন্ত্রের দেবতার সঙ্গে তাঁর বাহনেরও পুজো
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Elephant Worship : বিশ্বকর্মা পুজোয় তাঁর বাহনের পুজো। জলদাপাড়ার জঙ্গলে জ্যান্ত হাতিরা পুজো পেল।
advertisement
1/5

<strong>মাদারিহাট,অনন‍্যা দে:</strong> বিশ্বকর্মা পুজোয় হাতিদের মহাসুখ। যন্ত্রের দেবতার পাশাপাশি, তাঁর বাহনের পুজোও চলছে সর্বত্র। আলিপুরদুয়ারের জলদাপাড়ার জঙ্গলে জ্যান্ত হাতিরা পুজো পেল।
advertisement
2/5
বনকর্মীদের থেকে জানা গিয়েছে, বিশ্বকর্মা পুজোয় হাতিদের পুজো করা হয়। প্রায় একশো বছরেরও পুরনো এই প্রথা। সকালে কুনকি হাতিদের স্নান করিয়ে, চন্দন পরিয়ে, খড়িমাটি দিয়ে অঙ্গসজ্জা করে দেবজ্ঞানে পুজো করা হয়। মাহুতদের সঙ্গে বনকর্মী থেকে আধিকারিক সকলেই পুজোয় মেতে ওঠেন। <strong>(ছবি ও তথ্য - অনন্যা দে)</strong>
advertisement
3/5
হাতিরা অবশ্য পুজোর বিশেষ কিছু বুঝতে পারে না। নৈবেদ্যর নারকেল, ছোলা, গুড়, ফল, ডাল, লবণ পেয়েই তারা খুব খুশি। বিশ্বকর্মা পুজো উপলক্ষে হাতি পুজো হল জলদাপাড়াতে। প্রতিবছরের মতো এবছরও জলদাপাড়া জাতীয় উদ‍্যানে সহকারি বন‍্যপ্রাণ আধিকারিকের কার্যালয়ে বিশ্বকর্মা পুজো উপলক্ষে হাতি পুজো করা হয়। <strong>(ছবি ও তথ্য - অনন্যা দে)</strong>
advertisement
4/5
পুজো শেষে কুনকি হাতিদের ফল খাওয়ানো হয়। এদিন হাতি পুজো উপলক্ষে এলাকার বাসিন্দা ও পর্যটকরা ভিড় জমিয়েছিলেন জলদাপাড়াতে। <strong>(ছবি ও তথ্য - অনন্যা দে)</strong>
advertisement
5/5
বনকর্মীরা জানান,হাতি তাদের মতোই কর্মচারী। তাদের জঙ্গলের সুরক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। পুজোর আয়োজন তাঁরা সকলে মিলেই করেন।বিশ্বকর্মা পুজো তাদের কাছে আনন্দের দিন। <strong>(ছবি ও তথ্য - অনন্যা দে)</strong>