TRENDING:

শতবর্ষের ঐতিহ্য! বিশ্বকর্মা পুজোয় হাতিদের মহাসুখ, যন্ত্রের দেবতার সঙ্গে তাঁর বাহনেরও পুজো

Last Updated:
Elephant Worship : বিশ্বকর্মা পুজোয় তাঁর বাহনের পুজো। জলদাপাড়ার জঙ্গলে জ্যান্ত হাতিরা পুজো পেল।
advertisement
1/5
বিশ্বকর্মা পুজোয় অন্য উৎসব! কুনকি হাতিদের ঘিরে আনন্দে ভাসল জলদাপাড়া
<strong>মাদারিহাট,অনন&#x200d;্যা দে:</strong> বিশ্বকর্মা পুজোয় হাতিদের মহাসুখ। যন্ত্রের দেবতার পাশাপাশি, তাঁর বাহনের পুজোও চলছে সর্বত্র। আলিপুরদুয়ারের জলদাপাড়ার জঙ্গলে জ্যান্ত হাতিরা পুজো পেল।
advertisement
2/5
বনকর্মীদের থেকে জানা গিয়েছে, বিশ্বকর্মা পুজোয় হাতিদের পুজো করা হয়। প্রায় একশো বছরেরও পুরনো এই প্রথা। সকালে কুনকি হাতিদের স্নান করিয়ে, চন্দন পরিয়ে, খড়িমাটি দিয়ে অঙ্গসজ্জা করে দেবজ্ঞানে পুজো করা হয়। মাহুতদের সঙ্গে বনকর্মী থেকে আধিকারিক সকলেই পুজোয় মেতে ওঠেন। <strong>(ছবি ও তথ্য - অনন্যা দে)</strong>
advertisement
3/5
হাতিরা অবশ্য পুজোর বিশেষ কিছু বুঝতে পারে না। নৈবেদ্যর নারকেল, ছোলা, গুড়, ফল, ডাল, লবণ পেয়েই তারা খুব খুশি। বিশ্বকর্মা পুজো উপলক্ষে হাতি পুজো হল জলদাপাড়াতে। প্রতিবছরের মতো এবছরও জলদাপাড়া জাতীয় উদ&#x200d;্যানে সহকারি বন&#x200d;্যপ্রাণ আধিকারিকের কার্যালয়ে বিশ্বকর্মা পুজো উপলক্ষে হাতি পুজো করা হয়। <strong>(ছবি ও তথ্য - অনন্যা দে)</strong>
advertisement
4/5
পুজো শেষে কুনকি হাতিদের ফল খাওয়ানো হয়। এদিন হাতি পুজো উপলক্ষে এলাকার বাসিন্দা ও পর্যটকরা ভিড় জমিয়েছিলেন জলদাপাড়াতে। <strong>(ছবি ও তথ্য - অনন্যা দে)</strong>
advertisement
5/5
বনকর্মীরা জানান,হাতি তাদের মতোই কর্মচারী। তাদের জঙ্গলের সুরক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। পুজোর আয়োজন তাঁরা সকলে মিলেই করেন।বিশ্বকর্মা পুজো তাদের কাছে আনন্দের দিন। <strong>(ছবি ও তথ্য - অনন্যা দে)</strong>
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
শতবর্ষের ঐতিহ্য! বিশ্বকর্মা পুজোয় হাতিদের মহাসুখ, যন্ত্রের দেবতার সঙ্গে তাঁর বাহনেরও পুজো
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল