Elephant: বিশ্বকর্মার আরাধনায় এখানে পুজো পায় চম্পা-ফাল্গুনী-রাজা-মতিরানিরা! বাংলায় হাতি পুজো কোথায় হয় জানেন?
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Elephant: গ্রামবাসী ও বনকর্মীদের মিলিত উদ্যোগে পুজো হয় মহাধুমধামে। শাঁখ বাজনা, উলুধ্বনি আর মন্ত্রোচ্চারণে মুখরিত হয় পুজোমণ্ডপ। বিশ্বকর্মা পুজোয় পূজিত হন গজরাজ। কোথায়?
advertisement
1/5

আমনা, মতিরানি, চম্পা, ফাল্গুনি, রাজা, বর্ষণ, যুবরাজ নাম শুনলেই মনে হবে রাজকীয় আবেশ! আসলে এরা সবাই বিশ্বকর্মার বাহন, গজরাজ। বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প ও রামসাইয়ে পালিত হল বিশেষ হাতি পুজো।
advertisement
2/5
আখ হাতে নিয়ে গ্রামবাসীরা প্রসাদ হিসেবে হাতিদের খাওয়ান। গ্রামবাসীদের বিশ্বাস, জীবন্ত বিশ্বকর্মা অর্থাৎ হাতির পুজো করলে গজরাজ তাদের উপর রুষ্ট হন না।
advertisement
3/5
এদিন সকাল থেকেই কুনকি হাতিদের ঘিরে ছিল মাহুত ও বনকর্মীদের তীব্র ব্যস্ততা। প্রথমে মূর্তি নদীতে হাতিদের স্নান করানো হয়। এরপর রঙিন চক দিয়ে গায়ে নকশা এঁকে সাজানো হয়। প্রতিটি হাতির গায়ে তাদের নামও লিখে দেওয়া হয়।
advertisement
4/5
এই হাতি পুজো দেখতে ভিড়ে জমিয়েছিলেন সাধারণ মানুষের সঙ্গে পর্যটকেরা। বিশ্বকর্মার বাহনের পুজো দেখতে পিলখানায় ভিড় জমিয়েছিলেন আশপাশে গ্রামের মানুষজনও। পর্যটকদের কাছে এমন দৃশ্য একেবারেই নতুন। স্বভাবতই খুশি আর উৎসবের আমেজ এখন ডুয়ার্সের জঙ্গল জুড়ে!
advertisement
5/5
গ্রামবাসী ও বনকর্মীদের মিলিত উদ্যোগে পুজো হয় মহাধুমধামে। শাঁখ বাজনা, উলুধ্বনি আর মন্ত্রোচ্চারণে মুখরিত হয় পুজোমণ্ডপ।