Elephants Relocate: নদী, জঙ্গল, রেললাইন পেরিয়ে বাগডোগরায় হাতির দল স্থানান্তর, বনকর্মীদের নজিরবিহীন অভিযান, দেখুন সেই ছবি
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Elephant Herd Relocate: তুকরিয়াঝর রেঞ্জ থেকে বাগডোগরা রেঞ্জে হাতির দলকে নিরাপদে স্থানান্তর করতে সক্ষম হল বন দফতর। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং মানুষ-প্রাণী সংঘাতের আশঙ্কা কমাতে এই দুর্দান্ত অভিযান চালনা করা হয়েছে। কার্শিয়াং বন বিভাগ তাদের দলের এই সাফল্যে গর্বিত। 
advertisement
1/6

 চা-বাগান, নদী, জঙ্গল, রেললাইন আর এশিয়ান হাইওয়ে - এমনই এক চ্যালেঞ্জিং পথ পেরিয়ে সফলভাবে সম্পন্ন হল বিশাল হাতি চালনা অভিযান। তুকরিয়াঝর রেঞ্জ থেকে বাগডোগরা রেঞ্জে হাতির দলকে নিরাপদে স্থানান্তর করল বন দফতর। (ছবি ও তথ্য; ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/6
 বন দফতরের দাবি, তুকরিয়াঝর রেঞ্জের জঙ্গল ইতিমধ্যেই তার ‘ক্যারিং ক্যাপাসিটি’ বা ধারণক্ষমতার সীমায় পৌঁছে গিয়েছিল। সেই কারণেই নতুন আবাসস্থলের সন্ধানে হাতিদের একাংশকে নিয়ে যাওয়া হয়েছে বাগডোগরা রেঞ্জে, যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং মানুষ–প্রাণী সংঘাতের আশঙ্কাও কমে।
advertisement
3/6
 অভিযানের পথে ছিল নানান বাধা — কোথাও চা-বাগানের সরু রাস্তা, কোথাও বা নদী ও রেললাইন। তবুও ত্রুটিহীন পরিকল্পনায় পুরো অপারেশন সম্পন্ন করেন বনকর্মীরা। এই অভিযান পরিচালনা করেন তুকরিয়াঝর, বাগডোগরা, পানিঘাটা ও ঘোষপুকুর রেঞ্জের কর্মীরা। সঙ্গে ছিল বিশেষ হাতি স্কোয়াডও।
advertisement
4/6
 অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সমীরণ রাজ, সংবর্ত সাধু, সুরাজ মুখিয়া, মনস কান্তি ঘোষ ও প্রমিত লাল। পুরো অভিযান জুড়ে তাঁদের দক্ষতা ও সাহসিকতার প্রশংসা করছেন ঊর্ধ্বতন কর্তারা।
advertisement
5/6
 কার্শিয়াং বন বিভাগ তাদের দলের এই সাফল্যে গর্বিত। বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, “মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান রক্ষায় এই ধরনের উদ্যোগ ভবিষ্যতের জন্য উদাহরণ তৈরি করবে।”
advertisement
6/6
 হাতির দল এখন বাগডোগরার নতুন আবাসে অভ্যস্ত হচ্ছে। বনকর্মীদের নজরদারিতেই চলছে তাদের চলাফেরা ও খাদ্যাভ্যাসের পর্যবেক্ষণ। বন দফতরের আশা, এই উদ্যোগ ভবিষ্যতে হাতিদের অবাধ চলাচল ও বাস্তুতন্ত্র রক্ষার নতুন দিশা দেখাবে।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
