Elephant Attack: বুনো হাতির তাণ্ডব আলিপুরদুয়ারে! বাড়ির গেট, গাছ ভেঙে লণ্ডভণ্ড করল এলাকা
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
সকাল থেকেই মুড ঠিক নেই গজরাজের। জঙ্গল থেকে বেরিয়ে রেল লাইন পার করে সোজা কালচিনির জনবহুল এলাকায় প্রবেশ করেই, শুরু করল তাণ্ডব সে। আতঙ্কিত কালচিনিবাসী।
advertisement
1/5

সকাল থেকেই মুড ঠিক নেই গজরাজের। জঙ্গল থেকে বেরিয়ে রেল লাইন পার করে সোজা কালচিনির জনবহুল এলাকায় প্রবেশ করেই, শুরু করল তাণ্ডব সে। আতঙ্কিত কালচিনিবাসী। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
এদিন সকালবেলায় বক্সা জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বড় বুনো হাতি। রেল লাইন পার করে কালচিনির গোরে লাইন এলাকায় প্রবেশ করে সে। এরপর এলাকার রাস্তায় ঘুরতে দেখা যায় সেটিকে।
advertisement
3/5
কারও বাড়ির গেট আবার কারও বাড়ির গাছ ভেঙে দেয় হাতিটি। এলাকাবাসীরা নিজেরা হাতিটিকে জঙ্গলের দিকে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু হাতিটি তাঁদের দিকেই তেড়ে আসে।
advertisement
4/5
কালচিনির সদর এলাকায় এভাবে হাতি আসতে দেখেনি কেউ। তার ওপর হাতিটির ক্ষেপে যাওয়া দেখে আতঙ্কিত এলাকাবাসীরা। বেলা হয়ে গেলেও বাড়ির বাইরে বের হননি কেউ।
advertisement
5/5
বক্সা ব্যাঘ্র প্রকল্পের বন কর্মীদের এই বিষয়ে খবর দেওয়া হয়। এলাকায় বন কর্মীরা রয়েছে। হাতিটি জঙ্গলের কাছে রয়েছে কিন্তু আবারও সেটি কালচিনির দিকে আসতে পারে বলে জানা যায়। আর আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় এইভাবে বারবার হাতির হানা রীতিমতো আতঙ্কে রেখেছে বাসিন্দাদের। যদিও বন দফতর সবসময় সাধারণ মানুষদের পাশে আছে বলেই জানাচ্ছে। (ছবি ও তথ্য: অনন্যা দে)