TRENDING:

Darjeeling: দার্জিলিংয়ে প্রবীণদের জন্য ই–গাড়ি পরিষেবা শুরু, মহাকাল মন্দির যাত্রা এখন আরও সহজ

Last Updated:
Darjeeling: মন্দিরের প্রাকৃতিক অবস্থান এমন যে উঁচু পাহাড়ি পথ, সিঁড়ি এবং বাঁকানো ট্র্যাক অনেক প্রবীণ বা শারীরিকভাবে দুর্বল দর্শনার্থীর জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই মন্দির পর্যন্ত যাতায়াতকে নিরাপদ ও আরামদায়ক করতে এই বিশেষ ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা হয়েছে।
advertisement
1/5
দার্জিলিংয়ে প্রবীণদের জন্য ই–গাড়ি পরিষেবা শুরু, মহাকাল মন্দির যাত্রা এখন আরও সহজ
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: পাহাড়ের খাঁড়া পথ পেরিয়ে মহাকাল মন্দিরে পৌঁছনো বহু প্রবীণ দর্শনার্থীর পক্ষেই কঠিন হয়ে দাঁড়ায়। সেই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে অবশেষে শুরু হল বিশেষ ইলেকট্রিক গাড়ির পরিষেবা। দার্জিলিং জিটিএ-র চিফ এগজিকিউটিভ অনীত থাপা ম্যাল ফেস্টিভ্যালের মঞ্চে মহাকাল মন্দির কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে একটি ই–গাড়ির চাবি তুলে দেন।
advertisement
2/5
*জিটিএ সূত্রে জানা গিয়েছে, মন্দিরের প্রাকৃতিক অবস্থান এমন যে উঁচু পাহাড়ি পথ, সিঁড়ি এবং বাঁকানো ট্র্যাক অনেক প্রবীণ বা শারীরিকভাবে দুর্বল দর্শনার্থীর জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই মন্দির পর্যন্ত যাতায়াতকে নিরাপদ ও আরামদায়ক করতে এই বিশেষ ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা হয়েছে। গাড়িটি মন্দির কমিটিই পরিচালনা করবে এবং দর্শনার্থীর চাপ অনুযায়ী প্রতিদিন পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
advertisement
3/5
*অনীত থাপা জানান, "মহাকাল মন্দির দার্জিলিংয়ের অন্যতম আধ্যাত্মিক ও ঐতিহাসিক আকর্ষণ। বহু প্রবীণ মানুষ দূর–দূরান্ত থেকে এই মন্দিরে আসেন, কিন্তু শারীরিক কারণে উপরে ওঠা তাঁদের পক্ষে কঠিন হয়। তাই তাঁদের কথা ভেবেই জিটিএ এই গাড়ির ব্যবস্থা করেছে।"
advertisement
4/5
*মন্দির কমিটির তরফেও জানানো হয়েছে, ই–গাড়ির পরিষেবা চালু হওয়ায় দর্শনার্থীরা বিশেষ করে প্রবীণ পর্যটকেরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। পাহাড়ি পথে আর হাঁটার কষ্ট নয়—আরামদায়ক, টেকসই ও পরিবেশবান্ধব যানে সহজেই পৌঁছে যাবে মহাকাল মন্দিরে।
advertisement
5/5
*এই পরিষেবা চালু হওয়ায় স্বভাবতই খুশি পর্যটকেরাও। দার্জিলিংয়ের অন্যতম প্রধান তীর্থস্থানে যাতায়াত এবার আরও সহজ, সুরক্ষিত ও পরিবেশবান্ধব।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Darjeeling: দার্জিলিংয়ে প্রবীণদের জন্য ই–গাড়ি পরিষেবা শুরু, মহাকাল মন্দির যাত্রা এখন আরও সহজ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল