Durga Puja Travel 2023: দার্জিলিং আর নয়! 'ঘুম' পেরিয়ে ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার গ্রাম! জানুন বিস্তারিত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Durga Puja Travel 2023 : এখানে কাঞ্চনজঙ্ঘা হতাশ করবে না আপনাকে। এ এক স্বর্গ-রাজ্য! খুব সস্তায় কীভাবে যাবেন, কোথায় থাকবেন! বিস্তারিত জানুন
advertisement
1/6

পুজোর ছুটিতে দার্জিলিং তো অনেক হল, কিন্তু দার্জিলিংয়ের পাশের কিছু অফবিট গ্রাম রয়েছে যেগুলি আপনার মন জয় করবে নিশ্চিত। তেমনি একটি গ্রাম হল লেপচাজগৎ। দার্জিলিং এর পাহাড়-ঘেরা এই গ্রামটি অফবিট লাভারদের কাছে এখন বেশ জনপ্রিয়। ব্রিটিশরা আসার পর পরিচিতি পেয়েছিল এই আদিবাসী গ্রাম।(লেখা ও ছবি: অনির্বাণ রায়)
advertisement
2/6
এই জায়গাটি দার্জিলিং শহরের কাছাকাছি অবস্থিত আরও একটি "স্বর্গ-রাজ্য!" যেখানে পর্যটকদের ভিড় তুলনামূলক কম। লেপচা উপজাতির মানুষ বসবাস করে বলে এই জায়গাটির নাম হয়েছে লেপচাজগৎ।(লেখা ও ছবি: অনির্বাণ রায়)
advertisement
3/6
আকাশের মুখ ভার না থাকলে অবশ্য কাঞ্চনজঙ্ঘা হতাশ করবে না আপনাকে। সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার স্বর্গীয় অভিজ্ঞতা এখানে না গেলে মিস করবেন। বাহারি ফুল ছাড়াও প্রচুর পাখি চোখে পড়বে এখানে। ফায়ার-টেল্ড সানবার্ডের মতো বিরল প্রজাতির পাখিও।(লেখা ও ছবি: অনির্বাণ রায়)
advertisement
4/6
হাঁটতে বেরিয়ে ক্যামেরা রেডি রাখবেন সব সময়। আর বাইনোকুলারও। ফরেস্ট ট্রেল ধরে যতদূর মন চায় হেঁটে বেড়ান। পাশেই রয়েছে বিশাল চা-বাগানও। বিরল প্রজাতির কিছু অর্কিডের দেখা মেলে এই গ্রামে।(লেখা ও ছবি: অনির্বাণ রায়)
advertisement
5/6
কিভাবে যাবেন? শিলিগুড়ি থেকে ভাড়া বা শেয়ারড জিপে যেতে পারেন। কলকাতা থেকে বাস বা ট্রেনে নিউ জলপাইগুড়ি, বিমানে গেলে বাগডোগরা চলে যান। এরপর ভাড়া বা শেয়ারড জীপে। দার্জিলিংয়ে যাওয়ার পথে ঘুম’এ নেমেও শেয়ার ট্যাক্সিতে যেতে পারেন।(লেখা ও ছবি: অনির্বাণ রায়)
advertisement
6/6
কোথায় থাকবেন? লেপজাজগতে থাকতে গেলে প্রচুর হোমস্টে রয়েছে। যেখানে অনায়াসেই রাত কাটাতে পারবেন আপনারা। ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে খাওয়া দাওয়া সহ রাত্রি যাপনের ব্যবস্থাও রয়েছে সেখানে। তবে পুজোর সময় গেলে অন্তত এক মাস আগে বুকিং করে যেতে হবে।(লেখা ও ছবি: অনির্বাণ রায়)