TRENDING:

Coochbehar News: পঞ্জিকার পাতা দিয়ে তৈরি হচ্ছে দুর্গাপুজোর মন্ডপ, কোথায় হচ্ছে অভিনব প্যান্ডেল?

Last Updated:
Coochbehar News: কোচবিহারের নিউ টাউন ক্লাবের এবার ৫৭ তম দুর্গা পুজো। প্রত্যেকবারই তারা কোচবিহারবাসীকে নতুন কিছু চমক দিয়েই থাকেন। এবারও তার ব্যতিক্রম নয়। এবার তাদের থিম পঞ্জিকা। 
advertisement
1/5
পঞ্জিকার পাতা দিয়ে তৈরি হচ্ছে দুর্গাপুজোর মন্ডপ, কোথায় হচ্ছে অভিনব প্যান্ডেল?
কোচবিহার, অনন্যা দে: কোচবিহারের নিউ টাউন ক্লাবের এবার ৫৭ তম দুর্গা পুজো। প্রত্যেকবারই তারা কোচবিহারবাসীকে নতুন কিছু চমক দিয়েই থাকেন। এবারও তার ব্যতিক্রম নয়। এবার তাদের থিম পঞ্জিকা।
advertisement
2/5
পঞ্জিকার পাতার আদলে সেজে উঠবে পুজো মন্ডপ। স্থানীয় শিল্পীরাই তৈরি করছেন নানান ছবি। শিল্পীদের সঙ্গে হাত লাগিয়েছেন পাড়ার মহিলারা।
advertisement
3/5
পঞ্জিকা দেখেই পুজো, বিবাহ থেকে শুরু করে সব কিছুর আয়োজন করা হয়। এই পঞ্জিকার পাতা তৈরিতে ব‍্যবহার হচ্ছে জলরং। শিল্পীরা নিজেরা আঁকছেন ছবি।
advertisement
4/5
এআই এর যুগে এই পঞ্জিকার প্রচলন কমে যাচ্ছে। এবার তারা সেই পঞ্জিকা দিয়েই তৈরি করছেন পুজোর প্যান্ডেল। যাতে মানুষ জানতে পারে পঞ্জিকার ব্যবহার কিভাবে হয়।
advertisement
5/5
এ বিষয়ে ক্লাবের সদস্য অভিষেক সিংহ রায় জানান, 'এবার আমাদের ৫৭ তম দুর্গাপুজো। এবার আমরা পঞ্জিকার আদলে প্যান্ডেল তৈরি করছি। কারণ বাঙালির সমস্ত কাজেই প্রয়োজন এই পঞ্জিকার। কিন্তু এই ডিজিটাল জামানায় পঞ্জিকার ব্যবহার কমে যাচ্ছে । কী করে ব্যবহার করতে হয় তাও আমরা জানিনা। তাই নতুন প্রজন্মকে পঞ্জিকার ব্যবহার শেখানোর লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।'
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Coochbehar News: পঞ্জিকার পাতা দিয়ে তৈরি হচ্ছে দুর্গাপুজোর মন্ডপ, কোথায় হচ্ছে অভিনব প্যান্ডেল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল