Durga Puja: অস্ত্র ছাড়াই মা দুর্গা! জলপাইগুড়িতে শিশু শিল্পীর অভিনব প্রতিমা, কী দিয়ে বানানো জানেন?
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Durga Puja: আরও এক বিশেষ দিক হল এই প্রতিমা তৈরিতে মাটি ব্যবহার করেনি প্রাপ্তি। সম্পূর্ণ পিসবোর্ড দিয়ে গড়ে তুলেছে অপূর্ব সুন্দর মূর্তি। মুখমণ্ডলে ফুটে উঠেছে মাতৃসুলভ কোমলতা। এই অভিনব প্রতিমা দেখতে ইতিমধ্যেই প্রতিদিন ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ।
advertisement
1/5

অস্ত্রবিহীন দুর্গা! আগে হয়ত এমন রূপ কেউ দেখেনি। এবার সেই অনন্য রূপ দেখল জলপাইগুড়ি। নিজের চিন্তাধারাকে বাস্তব রূপ দিয়েছে জলপাইগুড়ি সদর গার্লস’ বালিকা বিদ্যালয়ের ছাত্রী প্রাপ্তি ভট্টাচার্য।
advertisement
2/5
প্রাপ্তির বাড়ি শহরের বটতলা এলাকায়। প্রতিবছরই কিছু নতুন কিছু করার চেষ্টা করে সে। এবারে দুর্গাকে আর যোদ্ধা রূপে নয়, মাতৃ রূপে উপস্থাপন করেছে সে। তাই প্রতিমার পাশে নেই ত্রিশূল, খড়্গ বা অন্য কোনও অস্ত্র। কেবল মা রূপেই ধরা দিয়েছেন দেবী।
advertisement
3/5
আরও এক বিশেষ দিক হল এই প্রতিমা তৈরিতে মাটি ব্যবহার করেনি প্রাপ্তি। সম্পূর্ণ পিসবোর্ড দিয়ে গড়ে তুলেছে অপূর্ব সুন্দর মূর্তি। মুখমণ্ডলে ফুটে উঠেছে মাতৃসুলভ কোমলতা। এই অভিনব প্রতিমা দেখতে ইতিমধ্যেই প্রতিদিন ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ।
advertisement
4/5
প্রতিমা তৈরির কাজে প্রাপ্তির পরিবারের সদস্যরাও সহযোগিতা করেছেন। নতুন প্রজন্মের এই অভিনব চিন্তাধারা ঘিরে শহরে ইতিমধ্যেই কৌতূহল ও প্রশংসার ঝড় উঠেছে।
advertisement
5/5
প্রাপ্তি বলেন মাতৃরূপ কিরূপ হয় সেই রূপটি তুলে ধরেছি আমার এই প্রতিমার মধ্যে। যে উমা শুধু যুদ্ধ করতে ব্যস্ত নয় ঘরও সামলাতে পারে তারই রূপ।