TRENDING:

সোনা, রুপো কিংবা অক্সিডাইজড নয়! এবারের পুজোয় বাজার কাঁপাচ্ছে 'এই' গয়না, দামে কম, মানেও ভাল

Last Updated:
Terracotta Jewellery: এই বছর দুর্গাপুজোয় সোনা, রূপো বা অক্সিডাইস নয়, পোড়ামাটির গয়নাই ট্রেন্ডিং। পুজোর দিন যত এগিয়ে আসছে চাহিদা ততই বাড়ছে।
advertisement
1/6
সোনা, রুপো কিংবা অক্সিডাইজড নয়! এবারের পুজোয় বাজার কাঁপাচ্ছে 'এই' গয়না
<strong>দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী:</strong> ঢাকে কাঠি পড়তে হাতে মাত্র আর কয়েকটা দিন। আর এই পুজোকে কেন্দ্র করে চলতি বছরে নতুন ট্রেন্ড পোড়ামাটি দিয়ে তৈরি অলংকার। যা ইতিমধ্যেই বালুরঘাট শহরে পুজো উপলক্ষে বেশ সাড়া ফেলেছে।
advertisement
2/6
যা সচরাচর দেখা যায় না বললেই চলে। সে কারণেই এই বছরে সোনা, রুপো বা অক্সিডাইজড নয়, পোড়ামাটি দিয়ে তৈরি মা দুর্গার অলংকারের প্রতি আকর্ষণ মন কেড়েছে সকলের। (ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী)
advertisement
3/6
প্রথম অবস্থায় এই অলংকারের চাহিদা তেমনভাবে না থাকলেও পুজোর দিন যত এগিয়ে আসছে এই অলংকারের চাহিদা ততই বেড়ে যাচ্ছে। বালুরঘাট শহরের সৃজনী সংঘ এলাকার বাসিন্দা নন্দিতা গুহ এই অলংকারের কাজ শুরু করেন। (ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী)
advertisement
4/6
বর্তমানে এর চাহিদা বেড়ে যাওয়ার ফলে যোগান দিতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। সেই কারণে নন্দিতা দেবী বরাত পাওয়া অলংকারগুলো সঠিক সময়ে ডেলিভারি দেওয়ার জন্য দিনরাত এক করে কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন। (ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী)
advertisement
5/6
শহরজুড়ে অত্যাধুনিক মানের অলংকারের দোকান থাকলেও পোড়মাটির অলংকারের চাহিদা কেন বাড়ল এই বিষয়ে একাধিক মহিলারা জানান, প্রতি বছরই দোকান থেকে নানা রকমারি ধরনের অলংকার কিনে থাকি, পুজোর পাঁচটি দিন পরার জন্য। (ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী)
advertisement
6/6
কিন্তু চলতি বছরে পোড়ামাটি দিয়ে তৈরি দুর্গার মুখমন্ডল সহ লক্ষ্মী সরস্বতী অলংকার একটু ভিন্ন ধরনের। নিজস্ব পছন্দ সহিত বানানো যাচ্ছে। ফলে খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করছে সকলের। (ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
সোনা, রুপো কিংবা অক্সিডাইজড নয়! এবারের পুজোয় বাজার কাঁপাচ্ছে 'এই' গয়না, দামে কম, মানেও ভাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল