Durga Puja 2025: প্যান্ডেল হপিংয়ে বেরোচ্ছেন? জেনে নিন বাংলার কোন কোন রাস্তায় চলবে বিধি-নিষেধ
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Durga Puja 2025: দুর্গাপুজোর দিন মানেই শহরে অগণিত মানুষের ঢল। প্যান্ডেল হপিং করতে শহরের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। আর সেই ভিড়ের চাপ সামলানোই হয়ে ওঠে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
advertisement
1/7

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : দুর্গাপুজোর দিন মানেই শহরে অগণিত মানুষের ঢল। প্যান্ডেল হপিং করতে শহরের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। আর সেই ভিড়ের চাপ সামলানোই হয়ে ওঠে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই এবারের পুজোয় আগাম প্রস্তুতি নিয়েই মাঠে নামছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
advertisement
2/7

পঞ্চমী থেকে দ্বাদশী পর্যন্ত বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ চালু থাকবে শহরে। পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টে থেকে রাত ২টো এবং অষ্টমী থেকে দ্বাদশী পর্যন্ত বিকেল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত কার্যকর হবে এই বিধি-নিষেধ। ইতিমধ্যেই এক বিশেষ বৈঠকে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পুরো রুট প্ল্যান বুঝিয়ে দেন ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/7
এই সময়ে শহরের ভিড় কমাতে বাস-ট্রাক চলাচলের জন্য নির্দিষ্ট রুট ঠিক করা হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও অসমগামী বাস ছাড়বে নৌকাঘাট থেকে। সিকিমগামী বাস ছাড়বে পিসি মিত্তাল বাস টার্মিনাস থেকে। বাগডোগরা, খড়িবাড়ি, নকশালবাড়ি ও পানিট্যাংকি রুটের বাসও ছাড়বে নৌকাঘাট থেকে। কলকাতা ও বিহারগামী বাস চলবে পিসি মিত্তাল বাস টার্মিনাস ও নৌকাঘাট থেকে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/7
ট্রাক চলাচলের ক্ষেত্রেও নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হয়েছে। যেমন, খালপাড়া-নয়াবাজার হয়ে সিকিম-কালিম্পংগামী ট্রাক যাবে নৌকাঘাট হয়ে সেবকে। দার্জিলিংগামী ট্রাক যাবে পানিঘাটা হয়ে। ঘোষপুকুর থেকে বাগডোগরাগামী ট্রাকগুলিকে আলাদা পথে ঘোরানো হবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/7
শহরের রাস্তায় বিধি-নিষেধযানজট এড়াতে একাধিক প্রধান রাস্তায় যান নিয়ন্ত্রণ থাকবে। হাসমি চক থেকে পানিট্যাংকি মোড়, অমর গ্যারেজ থেকে সেবক মোড়, জলপাই মোড় থেকে বাবুপাড়া মোড়, ইয়ারভিউ মোড় থেকে কোর্ট মোড়, এমনকি হাসপাতাল মোড় থেকে পাকুরতলা পর্যন্ত অনেক রাস্তাতেই বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এনজেপি স্টেশনে যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, সেজন্য বিকল্প রুট রাখা হয়েছে ছোট গাড়ির জন্য।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/7
শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষ ও পুজো কমিটিগুলোকেও সহযোগিতার বার্তা দিয়েছেন ডিসিপি ট্রাফিক। তাঁর অনুরোধ— “রাস্তায় চেয়ার বসাবেন না, ফুটপাথে দোকান বসাবেন না। এতে ভিড়ের সময় সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হয়।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
7/7
এইভাবে দুর্গাপুজোর ভিড় সামলাতে আগাম প্রস্তুতি নিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। কঠোর যান নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষ ও পুজো কমিটিগুলির সহযোগিতাই শহরকে নির্বিঘ্নে চলাচলযোগ্য করে তুলতে পারে। শেষ পর্যন্ত প্রশাসন ও নাগরিকদের যৌথ উদ্যোগেই উৎসবের আনন্দ মিলবে যানজটমুক্ত পরিবেশে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য