Durga Puja 2025 : পঞ্চমীতে দেবীর আগমন! গ্রামবাসীদের কাঁধে চেপে ৫ কিলোমিটার পথ পাড়ি দিলেন উমা
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Durga Puja 2025 : পঞ্চমীতে গ্রামবাসীদের কাঁধে চেপে এলেন দেবী দুর্গা। গ্রাম থেকে কুমোরটুলির দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এতটা দূর থেকে কাঁধে করে নিয়ে আসা হয় দেবীকে।
advertisement
1/5

গাড়ি, ঠেলায় চাপিয়ে দেবী দুর্গা ও তার সপরিবারকে আসতে দেখা যায়। তবে ফালাকাটার এই গ্রামে আজও দেবী দুর্গা ও তার ছেলেমেয়েরা আসেন গ্রামবাসীর কাঁধে চেপে। এটি প্রথা এই গ্রামের। ফালাকাটার নবনগর গ্রামে গেলে দেখা মেলে এই ছবির। পঞ্চমীর দিন সকালে গ্রামবাসীদের কাঁধে চেপে এলেন দেবী দুর্গা। <strong>(ছবি ও তথ্য - অনন্যা দে)</strong>
advertisement
2/5
নবনগর গ্রামে একটাই পুজো হয়,শিকদার বাড়িতে। এই পুজো বাড়ির হলেও এখন তা সর্বজনীন। গ্রামবাসীদের সকলে এই পুজোয় অংশগ্রহণ করেন। প্রথা মেনে মহাপঞ্চমীর সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর নবনগরের শিকদার বাড়ির দুর্গা প্রতিমা কুমোরটুলি থেকে কাঁধে করে নিয়ে আসা হয়েছে। এরপর গ্রামের সকল মহিলা বরণ করে নেন দেবীকে।
advertisement
3/5
জানা গিয়েছে, পুরনো রীতি মেনেই এখনও দুর্গা পুজো হয় শিকদার বাড়ির ঠাকুর দালানে। পুজোর কয়েকটি দিন শিকদার বাড়ির সদস্যদের সঙ্গে মিশে যান প্রতিবেশীরাও। এই পুজোয় কোন জাঁকজমক আলো-আঁধারি খেলা না থাকলেও, এলাকার এতে মানুষ ভিড় জমান যে, বাড়ির এই পুজো যেন সবার পুজো হয়ে যায় আপন খেয়ালে।
advertisement
4/5
এই গ্রাম থেকে ফালাকাটা কুমোরটুলির দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এতটা দূর থেকে কাঁধে করে নিয়ে আসা হয় দেবী দুর্গাকে। ক্লান্তি নয় বরং সকলের মুখে দেখা যায় হাসি। দেবী এখানে পূজিতা হন গ্রামের মেয়ে রূপে।
advertisement
5/5
গ্রামবাসীদের কথায়, একবছর পর উমা তাঁর সন্তানদের নিয়ে বাড়ি আসেন। তাঁকে গাড়িতে করে নিয়ে আসতে চান না তারা। উমা বড় আদরের, তাই তাঁকে কাঁধে তুলে আনেন সকলে। পুজোর কটা দিন যত্নে যাতে কোনও খামতি না থাকে, সেদিকেই জোর দেন সকলে। <strong>(ছবি ও তথ্য - অনন্যা দে)</strong>