Durga Puja 2025: দশমীর দিন থেকেই শুরু...নদীর পাড়ে বসবে মেলা! মাদারিহাটে বিসর্জন মেলার উৎসব ঘিরে প্রবল ভিড়
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
মাদারিহাটের ঐতিহ্যবাহী বিসর্জন মেলার আনন্দে সামিল হতে আলিপুরদুয়ার জেলাবাসী সহ হাজির হন পর্যটকেরা হলং নদীর ধারে। দুর্গা পুজোর দশমীতে এই বিসর্জন মেলা আয়োজিত হয়। আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে হলং নদীর ধারে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
advertisement
1/5

মাদারিহাট, অনন্যা দে: মাদারিহাটের ঐতিহ্যবাহী বিসর্জন মেলার আনন্দে সামিল হতে আলিপুরদুয়ার জেলাবাসী-সহ হাজির হন পর্যটকেরা হলং নদীর ধারে। দুর্গা পুজোর দশমীতে এই বিসর্জন মেলা আয়োজিত হয়। আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে হলং নদীর ধারে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
advertisement
2/5
মাদারিহাটের জলদাপাড়া জঙ্গলের পাশেই রয়েছে হলং নদী। প্রতিমা নিরঞ্জনের আয়োজন হয় প্রতিবছর। এই উপলক্ষে একটি মেলার আয়োজন হয় হলং নদীর ধারে। তিনদিন ধরে চলে এই মেলাটি। মেলায় হাজির হন আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তের ব‍্যবসায়ীরা।
advertisement
3/5
প্রতিমা নিরঞ্জন হয়ে গেলেই এই মেলায় আসতে দেখা যায় শোভাযাত্রার সঙ্গে আসা মানুষদের। তবে উপরি পাওনা দেশ ও বিদেশের পর্যটকের দল। জলদাপাড়ায় বেড়াতে এসে ঢাকের আওয়াজ শুনে ঘরে মন টেকেনা কোনও পর্যটকের। হলং নদীর ঘাটে এসে প্রতিমা নিরঞ্জন দেখার পাশাপাশি মেলা দেখে খুশির বাঁধ ভেঙেছিল তাদের।
advertisement
4/5
পর্যটকদের কথায় বেড়াতে এসে প্রতিমা নিরঞ্জন দেখতে পাওয়া এক অন‍্য অভিজ্ঞতা। চারদিকে এত খুশি,এত রঙ দেখে ভাল লাগে তাঁদের।পাশাপাশি মেলার মিষ্টিগুলি অনবদ‍্য স্বাদের হয়।
advertisement
5/5
মাদারিহাটের হলং নদীর প্রতিমা নিরঞ্জন ঘাটে আসেন মুলত কালচিনি ব্লক ও বীরপাড়া-মাদারিহাট ব্লকের প্রতিমাগুলি। মেলাতে তিনদিন ধরে পাঁচ হাজারের বেশি মানুষের সমাগম হয়। ঐতিহ‍্যবাহী এই ঘাটকে প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলতে দেখা যায় সাফাইকর্মীদের।