Durga Puja 2025 : সমাজে আলো ছড়ানোর ডাক! পরিবেশবান্ধব মন্ডপে শিবজায়া মিটিয়ে দেবেন অন্ধকার
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Durga Puja 2025 : বাবুরহাটের কাছে রাজেন চৌপথি এলাকার বাণীতীর্থ ক্লাবের থিম আলোর খোঁজে। সমাজের অন্ধকার দূর করতে প্রয়োজন জ্ঞানের আলো, সেই বার্তা দেবে এই মণ্ডপ।
advertisement
1/5

কোচবিহারের দুর্গোৎসব মানেই নতুন চমক, নতুন সৃজনশীলতা। জেলার বিভিন্ন পুজো মন্ডপে থাকে ভিন্ন ভিন্ন থিম। এবছর সেই ধারায় বিশেষ বার্তা নিয়ে এগিয়ে এসেছে কোচবিহার বাবুরহাটের কাছে রাজেন চৌপথি এলাকার বাণীতীর্থ ক্লাব। (ছবি ও তথ্য - অনন্যা দে)
advertisement
2/5
এবছর তাঁদের পুজো পদার্পণ করল ৭৬তম বর্ষে। আর এবারের থিম- ‘আলোর খোঁজে’। থিমের মূল ভাবনা জ্ঞান ও আলোর প্রতীককে কেন্দ্র করে।
advertisement
3/5
ক্লাব কর্তাদের উদ্যোগে পরিবেশবান্ধব জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে সম্পূর্ণ মন্ডপ। চারিদিকে সাজানো হয়েছে ছোট-বড় নানা জ্যোতিষ্ক।
advertisement
4/5
উদ্যোক্তাদের দাবি, রাতের অন্ধকার দূর করতে যেভাবে আলো প্রয়োজন হয়, তেমনই সমাজের অন্ধকার দূর করতে প্রয়োজন জ্ঞানের আলো। দর্শনার্থীদের কাছে সেই প্রতীকী বার্তা পৌঁছে দিতে চাইছে বাণীতীর্থ ক্লাব।
advertisement
5/5
ক্লাবের সভাপতি রণজিৎকুমার পাল জানান, “আলোর খোঁজে থিমের ভাবনায় জ্ঞানকে প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে। সমাজে অশিক্ষা ও অন্ধকার যতদিন থাকবে, উন্নতির পথও ততদিন ব্যাহত হবে। তাই এবছরের দুর্গোৎসবের মাধ্যমে আমরা সেই বার্তাই সবার কাছে পৌঁছে দিতে চাই।” <strong>(ছবি ও তথ্য - অনন্যা দে)</strong>