Durga Puja 2025 : বৃষ্টির দাপটে টালমাটাল কুমোরটুলি, শিল্পীদের ঘুম উড়েছে! দুর্গাপুজোয় কী বড় ধাক্কা?
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
কাজ শেষ করা বড় চ্যালেঞ্জ মৃৎ শিল্পীদের কাছে। মেশিন নিয়ে আসা হয়েছে মাটি শুকনো করার জন্য। কিন্তু বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে তা কাজ করে না।
advertisement
1/5

<strong>আলিপুরদুয়ার, অনন্যা দে:</strong> হাতেগোনা একমাস পরে রয়েছে দুর্গা পুজো। বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব এই পুজো। আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির কারণে চিন্তায় কুমোরটুলির শিল্পীরা।
advertisement
2/5
দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। তবে মৃৎ শিল্পীরা এই কাজ করছেন প্লাস্টিক মুড়িয়ে। যাতে বৃষ্টির জলে ক্ষতি না হয়ে যায় কোনও প্রতিমার। এবছর প্রতিমার বরাত ভাল মিলেছে বলে মৃৎ শিল্পীদের তরফে জানা যায়। <strong>(ছবি ও তথ্য : অনন্যা দে)</strong>
advertisement
3/5
তবে ভিলেন এখন বৃষ্টি। যেভাবে টানা বৃষ্টি চলছে তাতে প্রতিমা শুকানো এবং তাতে রং দেওয়া বড় চ্যালেঞ্জ মৃৎ শিল্পীদের কাছে। মেশিন নিয়ে আসা হয়েছে মাটি শুকনো করার জন্য। কিন্তু বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে তা কাজ করে না। <strong>(ছবি ও তথ্য : অনন্যা দে)</strong>
advertisement
4/5
গণেশ পুজোর মূর্তি তৈরিতে লোকসান দেখেছেন মৃৎশিল্পীরা। অনেকেই মণ্ডপে গিয়ে গণেশ প্রতিমা তৈরি করেছেন। দুর্গা প্রতিমা তৈরির ক্ষেত্রে এই কাজ করা সম্ভব নয়। <strong>(ছবি ও তথ্য : অনন্যা দে)</strong>
advertisement
5/5
আলিপুরদুয়ার জেলার কুমোরটুলিগুলিতে গেলে দেখা যাচ্ছে ব্যস্ততা। প্রতিমা সঠিক রাখার তোড়জোড়। মৃৎশিল্পীরা চাইছেন বৃষ্টি কমে যাক। তাহলে তাঁদের ব্যবসা একটু হলেও ভাল হবে। <strong>(ছবি ও তথ্য : অনন্যা দে)</strong>