Durga Puja 2023: উত্তরের দিনহাটায় মণ্ডপে মণ্ডপে এবারেও রেকর্ড ভিড়! জানুন সেরা পুজোগুলির ঠিকানা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
Durga Puja 2023: মহালয়ার পর থেকেই খুলে দেওয়া হয়েছিল বেশিরভাগ পুজো মণ্ডপ। জানুন দিনহাটার কোন মণ্ডপ দেখতেই হবে।
advertisement
1/7

জেলা কোচবিহারের বিগ বাজেটের পুজোগুলিতে শুরুর দিন থেকেই ভিড়ে ঠাসা মণ্ডপ। রাস্তায় ছিল প্রচুর সংখ্যক মানুষের সমাগম। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় ছিল বেশি।
advertisement
2/7
এবারের দিনহাটা মহকুমার দুর্গা পুজোর মান বেশ ভাল হয়েছে। সেজন্য মহালয়ার পর থেকেই খুলে দেওয়া হয়েছিল বেশিরভাগ পুজো মণ্ডপ। রাস্তায় মণ্ডপ দর্শনার্থীদের যানজট এড়াতে ছিল পর্যাপ্ত ব্যবস্থা।
advertisement
3/7
দিনহাটা বোর্ডিং পাড়া পুজো কমিটির পুজোর এবারের থিম ছিল শ্রম অসুর। বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। মণ্ডপের ভেতরে রয়েছে আকর্ষণীয় আলোকসজ্জা।
advertisement
4/7
দিনহাটা শহীদ কর্নারের পুজোর এবারের থিম বিভ্রম। পুজো মণ্ডপ তৈরি হয়েছে কাপড়, দড়ি ও সুতো দিয়ে। দিনহাটার বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম পুজো হয়েছে এই পুজো।
advertisement
5/7
শিশু শিক্ষার সহজ পাঠ বইয়ের থিম করে সকলের নজর আকর্ষণ করার চেষ্টা করেছে রংপুর রোড পুজো কমিটি। সহজ পাঠের কবিতা ও ছবি সুন্দর করে চকের ভাঙা টুকরোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement
6/7
আকর্ষণীয় ভাবে দক্ষিণেশ্বর মন্দির ফুটিয়ে তোলা হয়েছে দিনহাটা চড়কের মাঠ পুজো কমিটির পুজোয়। দিনহাটা থেকে বলরামপুর রোডের এই পুজো দেখলেই যেকোন দর্শনার্থীর মন ভরে উঠবে।
advertisement
7/7
এছাড়াও ফেলে দেওয়া কলা গাছের অংশ দিয়ে ষোলো কলায় পূর্ন থিম তৈরি করেছে দিনহাটা মদনমোহন বাড়ি পুজো কমিটি। এছাড়াও এই পুজো কমিটির দুর্গা প্রতিমার মধ্যেও রয়েছে বিশেষ আকর্ষণ।