TRENDING:

Sikkim News: ভারী বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ এনএইচ-১০, তিনদিন বন্ধ থাকছে পণ্যবাহী ট্রাক চলাচল

Last Updated:
Sikkim News: উত্তরবঙ্গ জুড়ে টানা ভারী বৃষ্টিপাতের জেরে পাহাড়ি সড়কের নিরাপত্তা নিয়ে আশঙ্কা বাড়ছে। বিশেষ করে সিকিমগামী জাতীয় সড়ক ১০-এর সেবক থেকে রংপো পর্যন্ত অংশে একাধিক জায়গায় ভূমিধসের সম্ভাবনা দেখা দিয়েছে।
advertisement
1/4
ভারী বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ এনএইচ-১০, তিনদিন বন্ধ থাকছে পণ্যবাহী ট্রাক চলাচল
সিকিম, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গ জুড়ে টানা ভারী বৃষ্টিপাতের জেরে পাহাড়ি সড়কের নিরাপত্তা নিয়ে আশঙ্কা বাড়ছে। বিশেষ করে সিকিমগামী জাতীয় সড়ক ১০-এর সেবক থেকে রংপো পর্যন্ত অংশে একাধিক জায়গায় ভূমিধসের সম্ভাবনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বড় দুর্ঘটনা এড়াতে প্রশাসন বড় সিদ্ধান্ত নিয়েছে, তিনদিনের জন্য বন্ধ থাকছে ভারী যান চলাচল।
advertisement
2/4
জাতীয় সড়ক জমি ও ট্র্যাফিক নিয়ন্ত্রণ আইন ২০০২-এর ধারা ৩৩ অনুযায়ী এনএইচ-১০-এর হাইওয়ে প্রশাসক এক বিজ্ঞপ্তিতে জানান, সড়কের ২০তম কিমি (২৭তম মাইল) থেকে ২৭তম কিমি (তিস্তা বাজার) পর্যন্ত অংশে ১২ আগস্ট দুপুর ১টা থেকে ১৫ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনও পণ্যবাহী ট্রাক চলাচল করতে পারবে না।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/4
প্রশাসনের দাবি, টানা বর্ষণের ফলে এই অংশে সড়কের অবস্থা নাজুক হয়ে পড়েছে। পাহাড়ি ঢাল থেকে নামা বৃষ্টির জল ও পাথর গাড়ি চলাচলের পথে বড় বিপদ ডেকে আনতে পারে। ছোট গাড়ি এবং জরুরি পরিষেবা যান চলাচল স্বাভাবিক থাকবে, তবে জেলা প্রশাসন বিকল্প রুট ও ট্র্যাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/4
স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আগেভাগে যাতায়াত পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পদক্ষেপ একদিকে যেমন দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে, তেমনি পাহাড়ি রাস্তায় মেরামতির জন্যও সময় দেবে। ফলে পর্যটন মরসুমে আরও নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব হবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Sikkim News: ভারী বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ এনএইচ-১০, তিনদিন বন্ধ থাকছে পণ্যবাহী ট্রাক চলাচল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল