Dooars Airport: বছরের শুরুতেই দুরন্ত চমক! পর্যটকদের নিয়ে মাটি ছোঁবে 'ডুয়ার্স এয়ারলাইন্স'! তৈরি 'ডুয়ার্স এয়ারপোর্ট', দেখুন ছবিতে...
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Dooars Airport: বর্ষ শুরুতে দুর্দান্ত চমক ডুয়ার্সবাসীর জন্য! জানুয়ারি মাসেই উদ্বোধন হতে চলেছে 'ডুয়ার্স এয়ারলাইন্স'! তোড়জোড় শুরু 'ডুয়ার্স এয়ারপোর্ট' তৈরির। এবার থেকে প্লেনে চড়ার শখ মিটবে উত্তরবঙ্গবাসীর।
advertisement
1/5

*বর্ষ শুরুতে দুর্দান্ত চমক ডুয়ার্সবাসীর জন্য! জানুয়ারি মাসেই উদ্বোধন হতে চলেছে 'ডুয়ার্স এয়ারলাইন্স'! তোড়জোড় শুরু 'ডুয়ার্স এয়ারপোর্ট' তৈরির। এবার থেকে প্লেনে চড়ার শখ মিটবে উত্তরবঙ্গবাসীর। অবাক হচ্ছেন? ভাবছেন কোথায় এই এয়ারপোর্ট?
advertisement
2/5
*ডুয়ার্সের বিভিন্ন পর্যটনকেন্দ্র, ভ্রমণপ্রেমীদের কাছে ভীষণ প্রিয় গন্তব্য। শীতের মরশুমে এবং বর্ষশেষ ও বর্ষশুরুর এই সময়ে চমকপ্রদ বহু উপহার ভ্রমণপিপাসুদের দিয়েছে ডুয়ার্স। সে উপহারেরই নয়া সংযোজন 'ডুয়ার্স এয়ারলাইন্স'।
advertisement
3/5
*উল্টো বাড়ি, উল্টো তাজমহলের পর এবার পর্যটকদের প্লেনে চড়ার শখ মেটাতে সেখানেই প্রস্তুত হচ্ছে বিশালাকৃতির উড়োজাহাজ। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের অন্তর্গত কলাবাড়ি এলাকা এখন পর্যটকদের মুখে মুখে। কারণ, এখানেই যে রয়েছে আজব নিদর্শনের সমাহার। উড়োজাহাজ প্রস্তুতির কাজ এখন তুঙ্গে। কাছ থেকে দেখলে একেবারে আসল উড়োজাহাজের চেয়ে কোনও অংশে কম নয়।
advertisement
4/5
*এয়ারপোর্ট থেকে শুরু করে ল্যান্ডিং এর জায়গা সবটাই করা হচ্ছে নিখুঁত হাতে। এখন থেকেই উৎসুক পর্যটকদের ভিড় হচ্ছে এলাকা জুড়ে। পর্যটকদের কথায়, ইচ্ছে থাকলেও সকলের পক্ষে উড়োজাহাজ চড়া সম্ভব নয়। তাই সেই ইচ্ছে খানিক হলেও মিটবে।
advertisement
5/5
*পর্যটন ব্যবসায়ীর কথায়, এখনও পর্যন্ত ডুয়ার্স উড়োজাহাজের কোনও ডেমোস্ট্রেশন নেই। সে কারণেই এই অভিনব ভাবনা। পর্যটকেরা নিজেদের বিশেষ দিন পালন করতে পারবেন এই প্লেনের ভেতরেই। মূলত ডুয়ার্সের পর্যটনকে নয়া মাত্রা দিতেই এই উদ্যোগ।