Snake News : কোন সাপে বিষ আছে? কোন সাপে নেই? এ যেন এক অভিনব পাঠশালা! বিপদ চিহ্নিত করতে শিক্ষা প্রদান বিদ্যালয়ে
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
শিবিরে সাপ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একাধিক বিভ্রান্তিমূলক বিষয় দূর করা হয়। ছবির মাধ্যমে দেখানো হয় কোন সাপ বিষধর, কোনটা বিষহীন। সঙ্গে ছিল ভিডিও প্রজেক্টরও।
advertisement
1/6

বালুরঘাটের জওহর নবোদয় বিদ্যালয় প্রাঙ্গণ এদিন যেন রূপ নিল এক অভিনব পাঠশালায়। সাপ সম্পর্কে ভ্রান্ত ধারণা ভাঙতে ও সচেতনতা বাড়াতে বিদ্যালয়ে আয়োজিত হয় একটি বিশেষ শিবির।সুস্মিতা গোস্বামী
advertisement
2/6
শহরাঞ্চলে সাপ সম্পর্কে মানুষ কিছুটা সচেতন হলেও গ্রামের মানুষের মধ্যে বেশ ভুল ধারনা বর্তমান। তাঁরা সাপের কামড়ে হাসপাতাল না গিয়ে ছুটে যায় ওঝার কাছে। অহেতুক ভীতিই ডেকে আনে মৃত্যুর কারণ। আর এই সকল ভুল ধারনা দূর করতে এমন শিবিরের আয়োজন।সুস্মিতা গোস্বামী
advertisement
3/6
আয়োজনে ছিল দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিমালস প্রটেকশন সমিতি। উপস্থিত ছিলেন সমিতির সকলে, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শতাধিক ছাত্রছাত্রী।সুস্মিতা গোস্বামী
advertisement
4/6
শিক্ষক-শিক্ষিকাদের মতে, "এই ধরনের উদ্যোগে কুসংস্কারের বদলে বিজ্ঞানের প্রতি আস্থা বাড়ে। আর তাতেই প্রকৃত শিক্ষা পূর্ণতা পায়। বিদ্যালয় চত্বরে উপস্থিত ছাত্রছাত্রীদের মনে দিনটির অভিজ্ঞতা নিঃসন্দেহে বিশেষ ছাপ ফেলেছে।"সুস্মিতা গোস্বামী
advertisement
5/6
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সদস্য সুব্রত ঘোষ, মনোজিৎ দেব, অতনু ঘোষ সহ আরও অনেকে। মাইক্রোফোন হাতে বক্তারা তুলে ধরেন এদিনের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য।সুস্মিতা গোস্বামী
advertisement
6/6
বিশেষ করে সাপের কামড়ের পর কত দ্রুত রোগীকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া উচিৎ, তা স্পষ্টভাবে জানানো হয়। পাশাপাশি দিন দিন বাড়তে থাকা সাপের উপদ্রব ও তা মোকাবিলার করণীয় নিয়েও আলোচনা করা হয়।সুস্মিতা গোস্বামী