Jalpaiguri: বন্যা কবলিত এলাকার নতুন আতঙ্ক পানীয় জল! ডলোমাইট পেটে গেলেই ডায়রিয়া, টাইফয়েড...! কীভাবে পরিশুদ্ধ করবেন? জানাচ্ছে রাজ্য সরকার
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri Flood: উত্তরবঙ্গে বন্যার পর জলপাইগুড়িতে বাড়ছে জলবাহিত রোগের আতঙ্ক। বন্যার জল ঢুকে পড়ে কুয়ো, নলকূপে। ফলে পানীয় জল সম্পূর্ণ দূষিত হয়ে পড়েছে। বন্যা পরবর্তী পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়িয়ে আশার আলো দেখাচ্ছে রাজ্য সরকার।
advertisement
1/5

জলঢাকা সংলগ্ন বানারহাট, নাগরাকাটা, ধুপগুড়ি, ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যার ক্ষত এখনও শুকায়নি। বন্যা পরবর্তী পরিস্থিতিতে ডলোমাইট মিশ্রিত জলের আতঙ্ক গ্রাস করছে স্থানীয় লোকজনদের। বাড়ছে জলবাহিত রোগের সংক্রমণ। কী কী রোগ সংক্রমণ ঘটতে পারে এবং তার রুখতে কী কী করণীয় জানুন বিস্তারিত। বন্যা পরবর্তী পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়িয়ে আশার আলো দেখাচ্ছে রাজ্য সরকার। এলাকাগুলিতে শুরু হয়েছে এক বিশেষ উদ্যোগ। বাড়ি বাড়ি গিয়ে পানীয় জলের নলকূপ, কল ও কুয়ো পরিষ্কার ও জীবাণুমুক্ত করার অভিযান। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
advertisement
2/5
সরকারের পক্ষ থেকে স্থানীয় কর্মীরা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। বন্যার জলের স্রোত ঢুকে পড়েছিল মানুষের বাড়িঘর ও নলকূপে। মিশছে ডলোমাইট। ফলে পানীয় জল সম্পূর্ণ দূষিত হয়ে পড়েছিল। এখন সরকারের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে সেই সব নলকূপ ও কুয়ো পরিষ্কার করা হচ্ছে, যাতে মানুষ নিরাপদ ও বিশুদ্ধ জল পান করতে পারেন।
advertisement
3/5
বন্যা-পরবর্তী সময়ে জলবাহিত রোগের আশঙ্কা থাকে প্রবল। পেটের সমস্যা, ডায়রিয়া, টাইফয়েডের মতো নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় পিএইচই দফতর ও আশা কর্মীরা একযোগে কাজ শুরু করেছেন। প্রতিটি পরিবারে পৌঁছে দেওয়া হচ্ছে হ্যালোজেন ট্যাবলেট, পাশাপাশি সচেতনতা বাড়ানো হচ্ছে। জল ফোটানো ও জীবাণুনাশকের ব্যবহার বাধ্যতামূলক করার বার্তা দেওয়া হচ্ছে।
advertisement
4/5
ডাক্তার অঙ্কুর চক্রবর্তী, বলেন ডলোমাইট মিশ্রিত জল পান করলে শরীরের ক্ষতি হতে পারে। তাই বিশুদ্ধ জলপান করা উচিত। কারণ, ভুটান থেকে আসা জলঢাকা নদীতে ডলোমাইট ভেসে এসেছে। সেই জল পান করার আগে আগুনে ফুটিয়ে, পরিশ্রুতকরণ ওষুধ মিশিয়ে পরিশুদ্ধ করে তবে পান করতে হবে।
advertisement
5/5
লক্ষ্য একটাই, প্রতিটি গ্রামে বিশুদ্ধ ও নিরাপদ পানীয় জলের নিশ্চয়তা। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে, কিন্তু সরকারের এই উদ্যোগ এখন দুর্গতদের মনে জাগাচ্ছে একটুখানি নিরাপত্তা ও নতুন ভরসা। (সুরজিৎ দে)