TRENDING:

Dol Utsav: শাড়ির আবরণে নারী শরীরে লাগল রঙ, আবির উড়ল আকাশে, শাড়ি-পাঞ্জাবিতে দেদার নাচ পড়ুয়াদের, রইল ফটো

Last Updated:
বসন্ত উৎসবে অচেনা ছবি মালদহের কলেজ, বিশ্ববিদ্যালয়ে।
advertisement
1/5
শাড়ির আবরণে নারী শরীরে লাগল রঙ, আবির উড়ল আকাশে, দেদার নাচ পড়ুয়াদের, রইল ফটো
মালদহ: কারও হাতে নেই বই, খাতাপত্র, ব্যাগ । লেখাপড়ার কোনও বালাই নেই শিক্ষা প্রতিষ্ঠানে। পরিবর্তে আকাশে আবির উড়িয়ে দেদার নাচে ব্যস্ত ছেলেমেয়েরা। সরস্বতী পুজোকেও কেউ যেন ছাপিয়ে গিয়েছে, বসন্ত উৎসবের উন্মাদনা। সোমবার দিনভর মালদহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধরা পড়ল এমনই ছবি।পরণের পোশাক প্যান্ট শার্ট বা চুরিদার কুর্তির মতো  পোশাকের পরিবর্তে এদিন পড়ুয়াদের পরণে শাড়ি আর পাঞ্জাবি। অধিকাংশেরই চোখ ঢাকা সানগ্লাসে। সব মিলিয়ে একেবারে অন্য চেহারায় কলেজ- বিশ্ববিদ্যালয় গুলি।
advertisement
2/5
মালদহের গৌড় কলেজ, মালদা কলেজ, মালদা মহিলা কলেজ, গাজোল কলেজ থেকে শুরু করে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়- মালদহের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে  সোমবারই বসন্ত উৎসব পালন করা হয়। মঙ্গলবার দোল আর বুধবার হোলি। এই দুই এর আগে সোমবারই শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে চলল আবির ও রঙের মাখামাখি।
advertisement
3/5
এতদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উৎসব বলতে পালিত হতো সরস্বতী পুজো। শুধুমাত্র একদিনই শাড়ি আর পাঞ্জাবির আনাগোনা চোখে পড়তো শিক্ষা প্রতিষ্ঠানে। অনেকে একে মজা করে বলতেন বাঙালির 'ভালেনটাইন্স ডে'। কিন্তু, যত দিন যাচ্ছে ক্রমেই বসন্ত উৎসব নিয়ে উল্লাস, উন্মাদনা বাড়ছে মালদহের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে।
advertisement
4/5
এদিন মালদহের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে আয়োজন করা হয় বসন্ত উৎসবের। বিভিন্ন কলেজে মঞ্চ বেঁধে আয়োজন করা হয় সংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে কলেজের ছাত্রছাত্রীরা নাচ, গান পরিবেশন করে। কিছুু শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগত শিল্পীও অংশ নেন বসন্ত উৎসবে অনুষ্ঠানে।
advertisement
5/5
রঙ, আবিরে ছাত্র-ছাত্রীদের চেনা মুখ যেন অচেনা হয়ে ওঠে । কেউবা সহপাঠী বন্ধু বান্ধবীদের সঙ্গে, কেউবা অন্যান্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠে। অন্যান্য দিনের মতো শিক্ষক-শিক্ষিকাদের শাসন বা চোখ রাঙানি ছিল না এদিন। উল্টে উৎসবের শেষে ছিল মিষ্টি মুখের ব্যবস্থা। সবমিলিয়ে দীর্ঘ কয়েক ঘণ্টা জুড়ে উৎসব মুখর ছিল একাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Dol Utsav: শাড়ির আবরণে নারী শরীরে লাগল রঙ, আবির উড়ল আকাশে, শাড়ি-পাঞ্জাবিতে দেদার নাচ পড়ুয়াদের, রইল ফটো
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল