District Durga Puja 2025: বাঁদরের তাণ্ডবে নাজেহাল পাতকাটার পুজো উদ্যোক্তারা, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
তবে আনন্দের ভিড়ে বাঁদরের দাপট হয়ে উঠছে বড় সমস্যা। ছিঁড়ে নিচ্ছে খাবার, নষ্ট করছে সাজসজ্জা, আতঙ্কিত করছে এলাকাবাসীকে। পূজোর আগে এই বাঁদর-উপদ্রব উদ্যোক্তাদের মাথাব্যথা বাড়িয়েছে। পুজোর মুখে সমস্যা সমাধানে বনদফতরের হস্তক্ষেপ জানিয়েছে সকলেই।
advertisement
1/5

একই এলাকায় দুটো বিগ বাজেট পুজো! কে দেবে কাকে টেক্কা? ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দুই পুজোর উদ্বোধন হতেই দর্শনার্থীদের উন্মাদনা তুঙ্গে। পাতকাটা কালচারাল ক্লাবের এবারের থিম সাজানো হয়েছে স্বর্ণমন্দিরের আদলে। আলো-সাজসজ্জা আর কারুকাজে মুগ্ধ হচ্ছেন প্রত্যেক দর্শনার্থী। দূর থেকে দেখলেই মনে হচ্ছে যেন অমৃতসরে পা রাখা। তাই উদ্বোধনে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতি যেন বাড়তি উজ্জ্বলতা যোগ করেছে।
advertisement
2/5
পিছিয়ে নেই অগ্রণী সংঘও! সেটার প্যান্ডেল ঘিরে যেন বিদেশের আবহ। বিশাল গম্বুজ, কারুকার্য আর আলোয় ফুটে উঠেছে ভ্যাটিকান সিটির রূপ। ধর্মীয় স্থাপত্যের অনুকরণে তৈরি এই থিম ইতিমধ্যেই দর্শনার্থীদের কৌতূহলের কেন্দ্রে। পূজো মানেই বৈচিত্র, আর এই থিমে তারই ঝলক মিলছে।
advertisement
3/5
দুটি বিগ বাজেট পুজোর উদ্বোধনে স্বয়ং মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত থাকায় এলাকাবাসীর মধ্যে গর্বের আবহ। উদ্বোধনী মুহূর্তে বাজল ঢাক, বাজল শঙ্খধ্বনি। আনন্দে ভেসে গেল পাতকাটা এলাকা। এমন মর্যাদা পাওয়া নিঃসন্দেহে স্থানীয় ক্লাবগুলির কাছে স্মরণীয় মুহূর্ত হয়ে রইল।
advertisement
4/5
প্যান্ডেলের সামনে ভিড় জমছে প্রতিদিন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। নারী-পুরুষ, ছোট-বড়, সবারই চোখে আনন্দের ঝিলিক। একে একে পাতকাটার এই দুই পুজো প্যান্ডেল এখন উত্তরবঙ্গের পুজো মানচিত্রের হটস্পট।
advertisement
5/5
তবে আনন্দের ভিড়ে বাঁদরের দাপট হয়ে উঠছে বড় সমস্যা। ছিঁড়ে নিচ্ছে খাবার, নষ্ট করছে সাজসজ্জা, আতঙ্কিত করছে এলাকাবাসীকে। পূজোর আগে এই বাঁদর-উপদ্রব উদ্যোক্তাদের মাথাব্যথা বাড়িয়েছে। পুজোর মুখে সমস্যা সমাধানে বনদফতরের হস্তক্ষেপ জানিয়েছে সকলেই।