TRENDING:

Dengue and Malaria: ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে 'এই' জেলায়, আপনি কতটা চিন্তিত?

Last Updated:
Jalpaiguri News: আক্রান্ত রুখতে জনসচেতনতার পাশাপাশি সাফাই অভিযানে জোর দিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর।
advertisement
1/6
ডেঙ্গি-ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে 'এই' জেলায়,আপনি কতটা চিন্তিত?
•জলপাইগুড়ি জেলায় ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। এখনও পর্যন্ত জেলা‌য় আক্রান্তের সংখ্যা শতাধিক। পরিস্থিতি সামাল দিতে 'এবার রাস্তায় নামল জলপাইগুড়ি জেলা প্রশাসন। আক্রান্ত রুখতে জনসচেতনতার পাশাপাশি সাফাই অভিযানে জোর দিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর।
advertisement
2/6
•জেলাশাসকের নির্দেশে জলপাইগুড়ি শহরে শুরু হয়েছে সাফাই অভিযান। ডেপুটি ম‍্যাজিস্ট্রেট অরিন্দম বিশ্বাসের উপস্থিতিতে এই অভিযান চলছে শহরজুড়ে। এই প্রসঙ্গে উল্লেখ্য জলপাইগুড়িতে আচমকা শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। যার কারণে বিপত্তি আরও বাড়ছে। বিভিন্ন নির্মাণস্থল থেকে শুরু করে নানা জায়গায় জল জমে থাকছে।
advertisement
3/6
•পাশাপাশি কৃষিক্ষেত্রে সেচের কাজে অনেক সময়ই জল জমিয়ে রাখা হয়। সেই জমা জল থেকেই জন্ম হচ্ছে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মত ভয়ংকর লার্ভার। পাশাপাশি, চা বাগানের 'ওয়াটার রিসার্ভার' সমস্যা বাড়াচ্ছে মশা নিয়ন্ত্রণে। এমনটাই মনে করছে স্বাস্থ্য দফতর।
advertisement
4/6
•জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃদুল ঘোষ বলেন, জমা জল থেকে ধীরে ধীরে মশার লার্ভা জন্ম নিচ্ছে। সংক্রমণ বাড়ায় রোজ সন্ধ্যায় রিপোর্ট তৈরি করা হচ্ছে। সংক্রামিতদের অনেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন।
advertisement
5/6
•এদিকে জেলা শাসকের নির্দেশ পেয়েই নড়েচড়ে বসেছে পুরসভা। জলপাইগুড়ি পুরসভার তত্ত্বাবধানে এখন জোর কদমে বর্ষার আগেই শুরু হয়েছে মশানাশক স্প্রে ও আবর্জনা সাফাই। শহরের যেসব জায়গায় নোংরা আবর্জনা জমে রয়েছে তা পরিস্কার করাচ্ছেন খোদ ডেপুটি ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে।
advertisement
6/6
•স্বাস্থ্য দফতর মারফত জানা গিয়েছে, এখনও পর্যন্ত জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার বাগরাকোটে ৫৪ জন ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। গোটা জেলা‌য় আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে শতাধিক। তাই আগাম সতর্কতার জন্য লাগাতার এই সাফাই অভিযান চলবে বলে ডেপুটি ম্যাজিস্ট্রেট জানিয়েছেন৷
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Dengue and Malaria: ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে 'এই' জেলায়, আপনি কতটা চিন্তিত?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল