Dark Spot In Siliguri: শিলিগুড়িতেই হদিশ একাধিক ডার্ক স্পটের, জানেন কাকে বলে ডার্ক স্পট
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Dark Spot In Siliguri: ডার্ক স্পট নাকি ক্রাইমের হটস্পট! শিলিগুড়িতেই হদিস একাধিক ডার্ক স্পটের
advertisement
1/5

শিলিগুড়ি: শিলিগুড়িতে ডার্ক স্পটের খবর উঠে আসতেই উদ্বেগ। অনেকের মনেই চারা দিচ্ছে একাধিক প্রশ্ন! কি এই ডার্ক স্পট?পুলিসের পর এবার শিলিগুড়ি শহরের ‘ডার্ক স্পট’ নিয়ে উদ্বেগ প্রকাশ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ। গবেষণায় উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য এক দুটি নয় শিলিগুড়ির একাধিক জায়গায় ডার্ক স্পটের হদিশ।
advertisement
2/5
উত্তরবঙ্গ তো বটেই রাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে শিলিগুড়ি অন্যতম। এই ‘বাণিজ্য নগরী’ উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার। এই শহরের পাশেই প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভুটান, নেপাল এবং প্রতিবেশী রাজ্য বিহার ও সিকিম রয়েছে। এখানে জনসংখ্যাও দিনের পর দিন বেড়ে চলেছে। সেই অর্থেই গুরুত্বপূর্ণ এই শহরে ডার্ক স্পট চিহ্নিত করতে নাসার নাইট লাইট ডেটা ব্যবহার করে চলছে গবেষণা।
advertisement
3/5
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ রায় চৌধুরীর তত্ত্বাবধানে বিভাগের গবেষক শুভম তার গবেষণার মাধ্যমে শিলিগুড়ির ডার্ক স্পট অর্থাৎ সবথেকে অন্ধকারাচ্ছন্ন জায়গাগুলোকে সামনে তুলে আনে। দিনের পর দিন শহরে চুরি ছিনতাই সহ মাদক কারবার এবং অপরাধমূলক কার্যকলাপ যেভাবে বেড়ে চলেছে তার রুখতে এই ডার্কপটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই ডার্ক স্পট নিয়ে চর্চা একদম তুঙ্গে। শুভমের এই গবেষণা প্রসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ রায় চৌধুরী জানান ভারতবর্ষে এই প্রথম নাসার নাইট লাইট ডেটা ব্যবহার করে সর্বপ্রথম শিলিগুড়িতে এই ডার্ক স্পট খোঁজার কাজ শুরু হয়েছে।
advertisement
4/5
তার মধ্যে উঠে এসেছে শিলিগুড়ির এনজিপি থেকে শুরু করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে এই ডার্ক স্পট। বর্তমানে এই ডার্ক স্পটগুলি অপরাধীদের মূল হটস্পট। বর্তমানে শিলিগুড়িতে এই কাজ শুরু হলেও আগামী দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় এই ডার্ক স্পট চিহ্নিতকরণ করা হবে এবং ডাক স্পট গুলিকে চিহ্নিত করে একটি পরিপূর্ণ ম্যাপ তৈরি করা হবে। এই ম্যাপ তৈরি করে প্রশাসনের সাথে মিলিতভাবে এই ডার্ক স্পট গুলিতে লাইটের সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে পুলিশ পেট্রোলিং বাড়ানোর ব্যবস্থা করা হবে, সমস্ত কিছু ঠিক থাকলে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মূলক কাজের সংখ্যা অনেকটাই কম হবে বলে আশাবাদী।
advertisement
5/5
ইতিমধ্যেই এই ডার্ক স্পটের খবর প্রকাশ হতেই উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন। শিলিগুড়ির চম্পাসারি, সমরনগর, শালুগাড়া, ইস্টার্ন বাইপাস, পতিরামজোত সমস্ত এলাকাগুলি ৪২, ৪৬, ৪৭, ৩১, ৪০, ৪১ বিভিন্ন ওয়ার্ডের অধীনে। দ্রুততার সাথে এই কাজ সম্পন্ন করে অপরাধমূলক ক্রিয়া ক্রিয়া-কলাপকে রুখতে শিলিগুড়ির এই ডার্ক স্পট ম্যাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। Input- Sujoy Ghosh