TRENDING:

দেশের সেরা চিড়িয়াখানা দার্জিলিংয়ে, শৈলশহরের মুকুটে নতুন পালক!

Last Updated:
এ বছরই প্রথম দেশের চিড়িয়াখানাগুলিকে নিয়ে র‍্যাঙ্কিং প্রথা চালু করেছে সেন্ট্রাল জু অথরিটি। আর প্রথম বছরেই বাজিমাত শৈলশহরের।
advertisement
1/6
দেশের সেরা চিড়িয়াখানা দার্জিলিংয়ে, শৈলশহরের মুকুটে নতুন পালক!
দেশের সেরার সম্মান পেল দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান চিড়িয়াখানা। এ বছরই প্রথম দেশের চিড়িয়াখানাগুলিকে নিয়ে র‍্যাঙ্কিং প্রথা চালু করেছে সেন্ট্রাল জু অথরিটি। আর প্রথম বছরেই বাজিমাত শৈলশহরের। (ছবি ও তথ্য-- পার্থপ্রতিম সরকার)
advertisement
2/6
চেন্নাই, মাইসোর, কলকাতা, ওড়িশা, অসমকে পিছনে ফেলে শীর্ষে দার্জিলিং। মূলত চিড়িয়াখানা কী ভাবে চলছে, পর্যটকদের ভিড়, ব্যবস্থা, পরিকাঠামো, জন্তুদের প্রজননের বিষয়গুলির নিরিখে এই র‍্যাঙ্কিং চালু করা হয়েছে।
advertisement
3/6
তাতে দেশের অন্য চিড়িয়াখানাকে পিছনে ফেলে শীর্ষে পদ্মজা নাইডু। এই চিড়িয়াখানায় রেড পাণ্ডার কৃত্রিম প্রজননের খ্যাত দেশজোড়া। ১৯৮৬ সাল থেকে এই প্রজনন প্রক্রিয়া চালু। যার জন্যে পৃথক প্রজনন কেন্দ্র ঘুমে চালু করেছে কর্তৃপক্ষ।
advertisement
4/6
এছাড়া স্নো লেপার্ডের প্রজনন হয় ১৯৮৩ সাল থেকে। ১৯৫৮ সালে ৬৭ একর জমির ওপর এই চিড়িয়াখানা তৈরি করা হয়।
advertisement
5/6
১৯৭৫ সালে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল প্রয়াত পদ্মজা নাইডুর নামে চিড়িয়াখানার নামকরণ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধি।
advertisement
6/6
চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ জানান, আগামী দিনে পর্যটকদের সুবিধার জন্যে আরও কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া প্রজননে বাড়তি নজর দেওয়া হবে। এই খবরে খুশি পাহাড়ে বেড়াতে আসা পর্যটক ও বাসিন্দারাও।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
দেশের সেরা চিড়িয়াখানা দার্জিলিংয়ে, শৈলশহরের মুকুটে নতুন পালক!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল