Darjeeling Weather: ঝড়-বৃষ্টির পর কনকনে শীতের কামড় পাহাড়ে, দার্জিলিংয়ের এই রূপ আপনি কখনও দেখেছেন কি
- Published by:Teesta Barman
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
Darjeeling Weather: তাপমাত্রা ৮ ডিগ্রির আশপাশে। প্রবল ঠান্ডার কামড়েও মেজাজ ফুরফুরে পর্যটকদের। অন্যদিকে রাতভর বৃষ্টির পর কালিম্পংয়ের আকাশও আজ পরিষ্কার নয়।
advertisement
1/7

মঙ্গলবার সকাল থেকেও পাহাড় মেঘ আর কুয়াশার লুকোচুরি। দার্জিলিং ও কালিম্পঙের অপরূপ চেহারা ফুটে উঠল পর্যটকদের সামনে।
advertisement
2/7
সান্দাক ফু-তে বরফ পড়ার খবরে ফের পাহাড়ে পর্যটকদের ভিড় বাড়ছে। চৈত্র- মাসেও পর্যটকদের আনাগোনায় ব্যস্ত শৈলশহর।
advertisement
3/7
আর তার প্রমাণ দার্জিলিং ম্যালের জমজমাট আড্ডার ছবি। সকালের দিকে হালকা রোদের দেখা মিললেও ফের শৈলশহর মুড়েছে মেঘ আর কুয়াশায়।
advertisement
4/7
তাপমাত্রা ৮ ডিগ্রির আশপাশে। প্রবল ঠান্ডার কামড়েও মেজাজ ফুরফুরে পর্যটকদের। অন্যদিকে রাতভর বৃষ্টির পর কালিম্পংয়ের আকাশও আজ পরিষ্কার নয়।
advertisement
5/7
সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা। তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাহাড়ে।
advertisement
6/7
সোমবার সকাল থেকেই শৈলশহরে আকাশ মেঘলা। আবার কোথাও কুয়াশা। দার্জিলিং ম্যাল নিরুত্তাপ। তাপমাত্রা অনেকটাই নেমেছে সান্দাক ফু-র তুষারপাতের জেরে।
advertisement
7/7
রবিবার সন্ধ্যায় বরফ পড়েছে সান্দাক ফু-তে। কনকনে ঠান্ডায় কাঁপছে সান্দাক ফু। বেড়াতে যাওয়া পর্যটকেরা হাড় হিম করা শীতেও বেরিয়ে পড়েছেন বরফে ঢাকা প্রকৃতি উপভোগ করতে। সেই ঠান্ডার প্রভাব অন্যান্য শৈলশহরেও।