Darjeeling Victoria Falls Bridge: দার্জিলিঙের ভিক্টোরিয়া ফল্স ব্রিজ এবার হেরিটেজ তালিকায়, পাহাড়ের রানির কোলে নতুন আরসিসি সেতু
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Darjeeling Victoria Falls Bridge: দার্জিলিঙের ঐতিহ্যের প্রতীক ভিক্টোরিয়া ফল্স ব্রিজকে “পশ্চিমবঙ্গ হেরিটেজ সাইট কমিশন”-এর অন্তর্ভুক্ত করা হয়েছে।
advertisement
1/4

দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : দার্জিলিঙের ঐতিহ্যের প্রতীক ভিক্টোরিয়া ফল্স ব্রিজকে “পশ্চিমবঙ্গ হেরিটেজ সাইট কমিশন”-এর অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯১২ সালে নির্মিত এই সেতুটি একদিকে যেমন বহু পর্যটকের আকর্ষণের কেন্দ্র, অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় যাতায়াতের অন্যতম ভরসা। একসময় এশিয়ার প্রথম হাইডেল প্রজেক্টের সঙ্গে দার্জিলিং শহরকে যুক্ত করার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই সেতুর।
advertisement
2/4
দার্জিলিং পৌরসভার সভাপতি দিপেন ঠাকুরী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ব্রিজের বর্তমান কাঠামোগত অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। সাধারণ মানুষ ও পর্যটকদের চলাচলে ঝুঁকি বাড়ছে। তাই সেতুর ঐতিহ্য সংরক্ষণ যেমন জরুরি, তেমনই আধুনিক প্রযুক্তিনির্ভর একটি নিরাপদ ও টেকসই আরসিসি সেতু নির্মাণের প্রয়োজনীয়তাও তৈরি হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/4
খুব শিগগিরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের একটি দল সাইট পরিদর্শনে আসবে বলে জানা গিয়েছে। দার্জিলিং পৌরসভা জানিয়েছে, জমি, স্থানীয় সমন্বয় এবং যাবতীয় সহযোগিতা দেওয়ার জন্য তাঁরা সর্বদা প্রস্তুত।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/4
দীপেন ঠাকুরীর কথায়, “দার্জিলিঙের ইতিহাস ও গরিমা বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। স্থানীয় বাসিন্দাদের জন্য নিরাপদ পরিবেশ এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় পরিবেশ তৈরি করতে দার্জিলিং পৌরসভা সদা সচেষ্ট।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য