Darjeeling Travel: NJP-তে নেমেই দার্জিলিংয়ের বাস-ট্যাক্সির এলাহি বন্দোবস্ত! একদম সস্তায়, বুক করে ফেলুন এখনই
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Darjeeling Travel: দার্জিলিং বেড়াতে এলে এনজেপিতে নেমে এবার আর লাগেজ নিয়ে টানাহেঁচড়া করতে হবে না। তাছাড়া বেশি ভাড়া দিয়ে ট্যাক্সি ভাড়াও করতে হবে না। কেন জানেন?
advertisement
1/7

এনজেপি স্টেশনের বাইরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এবার পাহাড় ঘোরাতে বাস সার্ভিস চালু করছে। এনজেপি থেকে শৈলরানি দার্জিলিং , মিরিক , কার্শিয়ঙে পৌঁছে দেবে এই সরকারি বাস।
advertisement
2/7
বুকিং শুরু হতেই পর্যটকদের দারুণ উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। সরকারের বেঁধে দেওয়া রেট নিয়ে অবশ্য দরদামের সুযোগ নেই। অনলাইনে এই ট্যাক্সি বাসের বুকিং করা যাবে।
advertisement
3/7
এছাড়াও শিলিগুড়ি থেকে কলকাতা, কোচবিহার থেকে শিলিগুড়ি এসি বাস পরিষেবাও ফের চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।
advertisement
4/7
আগামী ১৫ ডিসেম্বর থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ঝাঁ চকচকে বাস পর্যটকদের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং, মিরিক, কার্শিয়ঙে পৌঁছে দেবে।
advertisement
5/7
কোনও একটি পরিবার চাইলে ৩০ সিটের বাসের সব আসনই বুক করে নিতে পারে। এছাড়া কয়েকটি পরিবার মিলেও সেই বাস বুক করা যেতে পারে।
advertisement
6/7
এনজেপি স্টেশনের বাইরে ছাড়াও শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকেও এই ট্যাক্সি-বাস পরিষেবা মিলবে। এই বাস বুকিংয়ের খরচ ৮ হাজার টাকা।
advertisement
7/7
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই বলেন, ‘২৫ ডিসেম্বর থেকে ইংরেজি নতুন বছর–সহ গোটা জানুয়ারি মাসজুড়ে উত্তরবঙ্গে বেড়াতে আসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন। তাঁদের কথা মাথায় রেখেই ট্যাক্সি বাস পরিষেবা জোরদার করবার সিদ্ধান্ত হয়েছে।