Darjeeling Travel Latest News: দার্জিলিং যাওয়া এখন আরও সহজ, চালু নতুন রুটে বাস পরিষেবা! পর্যটকেরা জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Darjeeling Travel Latest News: পাহাড়ের প্রতিটি রুট লাভজনক হওয়ার কারণেই পরিষেবা বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি পর্যটনের বিষয়টাও মাথায় রাখা হচ্ছে।
advertisement
1/10

পর্যটকদের জন্য দারুণ খবর। এখন থেকে নতুন রুটে চালু বাস পরিষেবা। এতদিন মিরিক পর্যন্ত এনবিএসটিসির বাস থাকলেও, দার্জিলিং যেতে হত শেয়ার বা প্রাইভেট গাড়িতে। এবার বাসেই সেই নয়া রুটে বাস চলবে।
advertisement
2/10
সব কিছু ঠিক থাকলে চলতি মাস থেকেই শিলিগুড়ি-দার্জিলিং ভায়া মিরিক রুটে বাস পরিষেবা শুরু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।
advertisement
3/10
চলতি সপ্তাহে শিলিগুড়ি–তিনধারিয়া রুটে দু’টো বাস পরিষেবা শুরু করেছে নিগম। তবে পাহাড়ে নিজেদের বৃত্ত আরও বাড়াতে চাইছে নিগম।
advertisement
4/10
পাহাড়ের প্রতিটি রুট লাভজনক হওয়ার কারণেই পরিষেবা বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি পর্যটনের বিষয়টাও মাথায় রাখা হচ্ছে।
advertisement
5/10
শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রুট তো রয়েইছে। বাড়তি পাওনা হতে পারে মিরিক। এই রুটের প্রাকৃতিক শোভাও দারুণ। ফলে বাড়তি মজা পাবেন পর্যটকেরা।
advertisement
6/10
বর্তমানে নিগমের তরফে সবমিলিয়ে দার্জিলিং রুটে ১৫টি বাস প্রতিদিন যাওয়া-আসা করে। এরমধ্যে শিলিগুড়ি ডিপো থেকে ছাড়ে ৯টি বাস। দার্জিলিং ডিপো থেকে ছাড়ে আরও ৩টি বাস।
advertisement
7/10
কালিম্পং থেকে শিলিগুড়ি ভায়া দার্জিলিং রুটেও দুটো বাস পরিষেবা রয়েছে। জলপাইগুড়ি থেকেও দার্জিলিং রুটে একটি বাস প্রতিনিয়ত চলে।
advertisement
8/10
শুধু এই কয়েকটি বাসই নয়, শিলিগুড়ি-মিরিক, শিলিগুড়ি-গ্যাংটক, ও শিলিগুড়ি-কালিম্পং রুটেও বাস পরিষেবা রয়েছে। এরমধ্যে শিলিগুড়ি মিরিক রুটে বর্তমানে একটি বাস পরিবেষা রয়েছে।
advertisement
9/10
শিলিগুড়ি–কালিম্পং রুটে ৪টি বাস ও শিলিগুড়ি–গ্যাংটক রুটে ২ টি বাস চলে।
advertisement
10/10
নিগমের কর্মীদের কথায়, পাহাড়ের রুটগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি-তিনধারিয়া রুটেও বাসের চাহিদা ছিল। অবশেষে এই রুটে দু’টো বাস চালু হওয়ায় নিগমের পরিষেবার পরিধি বাড়ল।