TRENDING:

Darjeeling Toy Train : বিপর্যয় অতীত, ফের ফর্মে ফিরছে পাহাড়! টয় ট্রেনে ঠাসা ভিড়, বুকিংয়ের আপডেট জেনে নিন

Last Updated:
Darjeeling Toy Train : ধস পেরিয়ে ট্রেন চলাচল শুরু হতেই উৎসবের মরশুমে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের মধ্যে বাড়ছে আগ্রহ। প্রথম সপ্তাহেই দুই দিনে ৩০ জনেরও বেশি পর্যটক ট্রেনে চড়েছেন।
advertisement
1/7
ফর্মে ফিরছে পাহাড়! টিকিট কেটে নিন, এনজেপি থেকে টয় ট্রেনে সোজা দার্জিলিং
ধস, বৃষ্টি, বিপর্যয় - সবকিছুর বাধা পেরিয়ে অবশেষে ফের ছন্দে ফিরল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেন। পাহাড়ের বুকে আবারও প্রতিধ্বনিত হচ্ছে তার পরিচিত শিসের সুর। <strong>(ছবি ও তথ্য - ঋত্বিক ভট্টাচার্য)</strong>
advertisement
2/7
টানা কয়েক দিন বন্ধ থাকার পর নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে যাত্রা শুরু করে ঐতিহ্যবাহী টয় ট্রেন। প্রথম দিনেই ৩০ জনেরও বেশি পর্যটক নিয়ে পাহাড়ের পথে রওনা দেয় এই পাহাড়ি রেল।
advertisement
3/7
গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ৫৫ নম্বর জাতীয় সড়ক ও টয় ট্রেনের লাইন একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। লাইনের নিচ থেকে মাটি সরে গিয়ে বিপজ্জনক অবস্থায় পৌঁছয় রেলপথ। ফলে নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় টয় ট্রেন চলাচল। তবে হাল ছাড়েনি DHR কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মেরামতির কাজ। প্রথম দু’দিন বৃষ্টি বাধা দিলেও আবহাওয়া পরিষ্কার হতেই দ্রুত গতিতে শেষ হয় কাজ। পরীক্ষামূলক ট্রায়াল সফল হতেই পুনরায় পরিষেবা শুরু করা হয়।
advertisement
4/7
ধস পেরিয়ে ট্রেন চলাচল শুরু হতেই উৎসবের মরশুমে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের মধ্যে বাড়ছে আগ্রহ। DHR সূত্রে জানা গেছে, শিলিগুড়ি জংশন–রংটং “Tea & Timber Special Train” ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রথম সপ্তাহেই দুই দিনে ৩০ জনেরও বেশি পর্যটক এই ট্রেনে চড়েছেন। দ্বিতীয় সপ্তাহের বুকিং প্রায় পূর্ণ।
advertisement
5/7
তবে কার্শিয়াং–মহানদী ও কার্শিয়াং–তিনধারিয়া জয়রাইডে তুলনামূলকভাবে যাত্রী সংখ্যা কিছুটা কম থাকায় রেল কর্তৃপক্ষ সেগুলোর প্রচার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
6/7
DHR–এর ডিরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন, “ধস সরিয়ে দ্রুত মেরামতির কাজ শেষ করা হয়েছে। এখন ট্রেন পরিষেবা একদম স্বাভাবিক। উৎসবের মরশুমে পর্যটকদের চাহিদা ব্যাপক, তাই আমরা নতুন রাইডগুলোতেও বিশেষ গুরুত্ব দিচ্ছি।”
advertisement
7/7
দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় টয় ট্রেনের হুইশিল যেন আবার জানিয়ে দিচ্ছে, প্রকৃতির কোলে ফিরে এসেছে পুরনো ছন্দ। যারা পাহাড় ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য এবার অপেক্ষা টয় ট্রেনের জানালায় পাহাড়ের রূপ উপভোগের। <strong>(ছবি ও তথ্য - ঋত্বিক ভট্টাচার্য)</strong>
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Darjeeling Toy Train : বিপর্যয় অতীত, ফের ফর্মে ফিরছে পাহাড়! টয় ট্রেনে ঠাসা ভিড়, বুকিংয়ের আপডেট জেনে নিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল