Darjeeling Tour: দার্জিলিংয়ের পথে এবার পুজোয়, এই অফবিট ডেস্টিনেশন রাখুন তালিকায়, পাহাড়ের হাতছানিতে ডাক দিন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Darjeeling Tour: গরম ধোঁয়া ওঠা চা! পাহাড়ের কোলে এই জায়গায় এলে মেঘেদের ভিড়ে হারাবেন আপনি!
advertisement
1/6

দার্জিলিং: পাহাড় মানেই সকলের কাছে একটা আবেগ ,তাই তো ছুটি হোক বা উইক এন্ড একটু সুযোগ পেলেই পাহাড়ে ছুটে আসে পাহাড়প্রেমীরা।পাহাড়ের কোলে বসে এক কাপ গরম গরম চা খেতে খেতে দু'চোখ ভরে পাহাড়কে দেখতে কার না মন চায়।
advertisement
2/6
পাহাড়ের কোলে চারিদিকে প্রকৃতির মাঝে এই জায়গায় এলে আপনার পায়ের নিচে ভাসবে মেঘ যেন কিছুক্ষণের জন্য মনে হবে আপনি মেঘের উপরে বসে আছেন। বর্তমানে পাহাড়ের কোলে নতুন করে গড়ে ওঠা এই জায়গায় ভিড় জমাচ্ছে পর্যটকেরা।
advertisement
3/6
আপনি যদি দার্জিলিং গিয়ে থাকেন অথচ এই জায়গায় যাননি তাহলে বড় মিস করছেন। শিলিগুড়ি থেকে রোহিণী কার্শিয়াং হয়ে তো অনেকেই দার্জিলিং গিয়েছেন তবে অজানা এই জায়গা হয়ে যদি আপনি দার্জিলিং পৌঁছাতে চান তাহলে সবার আগে আপনাকে রংটং হয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা বেরিয়ে পৌঁছতে হবে তিনধারিয়া।
advertisement
4/6
এখানেই পর্যটকদের জন্য নতুন করে তৈরি হয়েছে ভিউ পয়েন্ট। এখানে ঘুরতে আসা এক পর্যটক বলেন ছুটি পেলেই আমি এই জায়গায় ছুটে আসি। রোজকার একঘেয়েমি ছেড়ে এখানে বসে কিছুটা সময় কাটাতে বেশ ভাল লাগে।
advertisement
5/6
পাহাড়ের কোলে এই জায়গা যেন বর্তমানে পর্যটকদের মনে এক অন্যরকম জায়গা করে নিয়েছে। ছুটির দিন হলেই পর্যটকরা ছুটে আসছে দার্জিলিং পাহাড়ের বুকে অতি পরিচিত এই তিনধারিয়ায়। এই প্রসঙ্গে এখানকার এক স্থানীয় বাসিন্দা বলেন ২০১১ সালে রাস্তা ভেঙে যাওয়ার পর নতুন করে এই জায়গাটিকে তৈরি করা হয়েছে বর্তমানে পর্যটকদের আকর্ষণের জন্য একটি ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে সেই অর্থেই প্রতিনিয়ত পর্যটকদের ভিড় বাড়ছে এখানে।
advertisement
6/6
আপনিও যদি এখনো পর্যন্ত এই জায়গায় না গিয়ে থাকেন তাহলে অবশ্যই এই পুজোর ছুটিতে যদি আপনি দার্জিলিং ঘুরতে আসার প্ল্যান করে থাকেন তাহলে একবার ঘুরে যান প্রকৃতির মাঝে অপরূপ সুন্দর এই তিনধারিয়া থেকে। পাহাড়ি রাস্তা হয়ে আপনি দার্জিলিং যাবার সময় দেখতে পাবেন ঐতিহ্যবাহী টয় ট্রেন এর পাশাপাশি থাকবে মেঘের কোলে বসে চা খাওয়ার আনন্দ। Input- Sujoy Ghosh