Darjeeling Tour: পাইনবনের ফাঁকে টয়ট্রেনের ছোট্ট স্টেশন, নেমে পড়লেই হাতছানি দিয়ে ডাকবে রংটং
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Darjeeling Tour: নতুন করে সেজেছে রংটং পার্ক! পর্যটকদের আনাগোনা বাড়ায় মুখে হাসি স্থানীয় ব্যবসায়ীদের
advertisement
1/6

দার্জিলিং:পাহাড়ের বুকে রংটং পর্যটকদের কাছে এক অন্যতম পছন্দের জায়গা। প্রতিনিয়ত প্রচুর পর্যটক পাহাড়ের টানে নিরিবিলিতে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে ছুটে যায় এই রংটং-এ। এছাড়াও আপনি যদি ঐতিহ্যবাহী দার্জিলিং হিমালয়ান রেলওয়ের স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেনে করে দার্জিলিং যেতে চান তাহলে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে শুকনা হয়ে পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে এই রংটং এর মাঝ দিয়েই ছুটে চলবে টয় ট্রেন।
advertisement
2/6
আপনিও যদি পুজোর ছুটিতে দার্জিলিং যেতে চান তাহলে একবার ঘুরেই যেতে পারেন প্রকৃতির মাঝে অনবদ্য এই জায়গা রংটং থেকে।বর্তমানে রংটং এ প্রচুর পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়, সে অর্থে সারি সারি রেস্তোরাও গড়ে উঠেছে।
advertisement
3/6
তবে রংটং থেকে কিছুটা উপরে যাকে রংটং ২ নং ফুলবাড়ি বলে জানা যায় সেই জায়গায় রয়েছে বহু পুরনো এবং ঐতিহ্যবাহী একটি পার্ক, দীর্ঘদিন ধরে জঞ্জালে ভর্তি হয়ে বন্ধ ছিল ওই পার্ক ,অবশেষে সেই পার্ককে নতুন রূপ দেওয়ার চেষ্টা শুরু হয়েছে, সেই অর্থেই জায়গাটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
advertisement
4/6
অন্যদিকে এই পার্কটি নতুন করে গড়ে তোলার কাজ শুরু হওয়ার সাথে সাথেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে সেখানকার স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই রাস্তার ধারে গড়ে উঠেছে এক দুটি ছোট ছোট দোকান।
advertisement
5/6
সেই অর্থে সেখানকার এক স্থানীয় বাসিন্দা বলেন এই পার্কটি নতুন করে তৈরি হচ্ছে ফলে এখানে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে, স্বাভাবিকভাবেই আয়ও বাড়ছে।
advertisement
6/6
প্রকৃতির মাঝে অনবদ্য এই জায়গায় পার্কটি গড়ে উঠলে পর্যটকদের কাছে এই জায়গা যেন এক বাড়তি পাওনা হয়ে দাঁড়াবে। Input- Sujay Ghosh