Darjeeling News : বড়দিনে আলোর রোশনাইয়ে পাহাড়, উৎসবের জোয়ারে দার্জিলিং-শিলিগুড়ি
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
Christmas 2025: বড়দিনে পর্যটকদের ঢলে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে শৈল শহর দার্জিলিং। বছরের এই বিশেষ দিনে উৎসবের আনন্দে পুরোপুরি মেতে উঠেছে ‘কুইন অব হিলস’।
advertisement
1/5

দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : বড়দিনে পর্যটকদের ঢলে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে শৈল শহর দার্জিলিং। বছরের এই বিশেষ দিনে উৎসবের আনন্দে পুরোপুরি মেতে উঠেছে ‘কুইন অব হিলস’। সকাল থেকেই পাহাড়ি শহরের রাস্তাঘাটে উপচে পড়া ভিড়, হাতে উপহার, মুখে হাসি—সব মিলিয়ে বড়দিনের আমেজে ভরে উঠেছে গোটা দার্জিলিং।
advertisement
2/5
বড়দিন উপলক্ষে দার্জিলিংয়ের বাজার, গির্জা, রাস্তা ও ক্যাফেগুলো ঝলমলে আলোয় সাজানো হয়েছে। রঙিন আলো, ক্রিসমাস ট্রি আর নানা ডেকোরেশনে শহর যেন আলোর নগরীতে পরিণত হয়েছে। বিভিন্ন চার্চে চলছে প্রার্থনা সভা, ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। উৎসবের গান আর প্রার্থনার সুরে পাহাড়ি পরিবেশ আরও মোহময় হয়ে উঠেছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করেই পর্যটকদের উৎসাহ ছিল তুঙ্গে। ক্যাফেগুলোতে জমজমাট আড্ডা, দোকানে দোকানে উপহার ও সাজসজ্জার সামগ্রী কেনাকাটায় ব্যস্ত মানুষ। পাহাড়ের অলিগলিতে ঘোরাঘুরি, ছবি তোলা আর বড়দিনের বিশেষ খাবারের স্বাদ নিতে ব্যস্ত পর্যটকরা। ছুটির মরসুমে দার্জিলিং যে এখনও পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য, তা ফের একবার প্রমাণিত।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
শুধু পাহাড়েই নয়, বড়দিনের উৎসবের ছোঁয়া লেগেছে সমতলেও। শিলিগুড়ি শহরের বিভিন্ন গির্জায় দিনভর প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে। সন্ধ্যার পর শহরের নানা প্রান্তে রয়েছে বিশেষ অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা ও আলোর সাজ। বড়দিনের আনন্দে শিলিগুড়িও উৎসবমুখর হয়ে উঠেছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
পাহাড়ের ঐতিহ্য, পর্যটনের আকর্ষণ আর বড়দিনের আনন্দ—এই তিনের মিলনেই এদিন দার্জিলিং এক অন্যরকম রূপ নিয়েছে। আলোর সাজ, প্রার্থনা আর মানুষের উচ্ছ্বাসে বড়দিনে পাহাড় ও সমতল মিলিয়ে উত্তরবঙ্গ জুড়ে তৈরি হয়েছে উৎসবের এক উষ্ণ আবহ, যা পর্যটক ও স্থানীয়দের জন্য এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলেছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য