Darjeeling : নভেম্বরে দার্জিলিং যাচ্ছেন? ম্যাল ছেড়ে অন্য কোথাও যেতে ইচ্ছা করবে না! উত্তরের 'ট্রাডিশনাল' খাবারের খনি, সঙ্গে দেদার শপিং
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Darjeeling Saras Mela : দার্জিলিংয়ের ম্যালে শুরু হল জেলার অষ্টম সরসমেলা। ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং আসা পর্যটকদের কাছে এই মেলা বাড়তি আকর্ষণ।
advertisement
1/5

দার্জিলিংয়ের ম্যালে শুরু হল জেলার অষ্টম সরসমেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই মেলার উদ্বোধন করেন। দার্জিলিং হিল কাউন্সিলের জিনিস ও হ্যান্ডিক্রাফ্ট পাওয়া যাবে এখানে। পর্যটন দফতরের উদ্যোগে শুরু হয়েছে এই মেলা। <strong>(ছবি ও তথ্য - ঋত্বিক ভট্টাচার্য)</strong>
advertisement
2/5
রাজ্যের বিভিন্ন স্টলের পাশাপাশি আসাম, বিহার, তামিলনাড়ু, রাজস্থান ও উত্তরপ্রদেশ সহ মোট পাঁচটি রাজ্যের ১৩৬ টি স্টল অংশ নিয়েছে এ বছরের সরসমেলায়। পর্যটন মরশুমের সূচনাতেই এমন মেলা আয়োজনে উৎসাহিত ব্যবসায়ী থেকে পর্যটক, সকলেই। আয়োজকরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার অনেক বেশি দর্শক ও ক্রেতা সমাগম হবে।
advertisement
3/5
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে এই মেলা গতবছর প্রায় সাড়ে সাত কোটি টাকার ব্যবসা করেছিল। পর্যটক ও স্থানীয়দের বিপুল সাড়া পাওয়ায় এ বছর আরও বড় আকারে মেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
4/5
মেলায় স্থানীয় হস্তশিল্প, হ্যান্ডলুম, জুয়েলারি, জামদানি ছাড়াও রয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবারের একাধিক স্টল। আয়োজকদের মতে, পর্যটন মরশুমে দার্জিলিং ভ্রমণে আসা দেশ-বিদেশের পর্যটকদের কাছে এই মেলা হবে বাড়তি আকর্ষণ।
advertisement
5/5
মেলাটি চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। দার্জিলিং জেলা প্রশাসন, পর্যটন দফতর ও হিল কাউন্সিলের যৌথ উদ্যোগে প্রতি বছর এই মেলা আয়োজিত হয়। গত কয়েক বছর ধরে শিলিগুড়ি ও দার্জিলিং, দুই শহরেই সমান সাড়া পাচ্ছে এই সরসমেলা। <strong>(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)</strong>