TRENDING:

Darjeeling: নতুন বছরের শুরুতেই স্বস্তি, খুলছে রোহিনীর রাস্তা, দার্জিলিং-সিকিম যাওয়ার সময়ও কমবে

Last Updated:
Darjeeling: প্রায় তিন মাস পর অবশেষে খুলতে চলেছে পাহাড়ের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ রোহিনী রাস্তা। আগামী ১ জানুয়ারি থেকে ছোট গাড়ি চলাচলের জন্য এই রাস্তা খুলে দেওয়ার কথা জানিয়েছে জিটিএ।
advertisement
1/6
নতুন বছরের শুরুতেই স্বস্তি, খুলছে রোহিনীর রাস্তা, দার্জিলিং-সিকিম যাওয়ার সময়ও কমবে
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : প্রায় তিন মাস পর অবশেষে খুলতে চলেছে পাহাড়ের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ রোহিনী রাস্তা। আগামী ১ জানুয়ারি থেকে ছোট গাড়ি চলাচলের জন্য এই রাস্তা খুলে দেওয়ার কথা জানিয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। দীর্ঘদিন ধরে রাস্তাটি বন্ধ থাকায় পাহাড় ও সমতলের মধ্যে যোগাযোগে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষ ও পর্যটকদের।
advertisement
2/6
জানা গিয়েছে, গত ৪ অক্টোবর রাতে পাহাড়ে ভারী বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধস নামে রোহিনী রাস্তায়। শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের সংযোগকারী এই রাস্তায় প্রায় ৫০ মিটার অংশ ধসে যায়, ফলে রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। এরপর থেকেই পাহাড়ের সঙ্গে সমতলের অন্যতম প্রধান বিকল্প পথ হিসেবে ব্যবহৃত এই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
রাস্তাটি বন্ধ থাকায় শিলিগুড়ি থেকে কার্শিয়াং যেতে হলে চালকদের দীর্ঘ পথ ঘুরে ১১০ নম্বর জাতীয় সড়ক বা হিলকার্ট রোড ব্যবহার করতে হচ্ছিল। ফলে যাত্রাপথ অনেকটাই দীর্ঘ হয়ে পড়ে এবং সময় ও খরচ দুই-ই বেড়ে যায়। এই পরিস্থিতিতে পরিবহণ সংস্থার পাশাপাশি সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা সমস্যায় পড়েন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
ঘটনার পর থেকেই রোহিনী রাস্তায় দ্রুত মেরামতির কাজ শুরু করে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স (GREF)। সূত্রের খবর, আপাতত রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে অস্থায়ীভাবে চলাচলের উপযোগী ব্যবস্থা করা হয়েছে। তবে বড় গাড়ির জন্য রাস্তা পুরোপুরি খুলে দিতে এখনও ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
জিটিএ সূত্রে জানানো হয়েছে, বর্তমানে রাস্তার ধসে যাওয়া অংশে পাথর ও লোহার জালি দিয়ে বাঁধ তৈরি করে রাস্তা মেরামতির কাজ চলছে। পাহাড়ি এলাকার ভূপ্রকৃতি এবং বারবার ভূমিধসের আশঙ্কার কারণে কাজ কিছুটা সময়সাপেক্ষ হলেও দ্রুততার সঙ্গে তা শেষ করার চেষ্টা করা হচ্ছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
রাস্তাটি আংশিকভাবে খুলে যাওয়ায় স্বস্তি ফিরেছে রোহিনী ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে। দীর্ঘদিন পর নতুন বছরের শুরুতে ছোট গাড়ি চলাচল শুরু হলে পর্যটন ও নিত্যযাত্রায় কিছুটা হলেও গতি ফিরবে বলে আশাবাদী প্রশাসন ও স্থানীয়রা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Darjeeling: নতুন বছরের শুরুতেই স্বস্তি, খুলছে রোহিনীর রাস্তা, দার্জিলিং-সিকিম যাওয়ার সময়ও কমবে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল