Darjeeling News: পাংখাবাড়ির রাস্তায় ওটা কী! অল্পের জন্য রক্ষা পেল যুবক! ভাইরাল পাহাড়ের ভিডিও
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Darjeeling News: ঘটনাটি চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের, তারাই পরে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
advertisement
1/5

কার্শিয়াং, ঋত্বিক ভট্টাচার্য : পাহাড়ের পাংখাবাড়ি রোডে চিতার হঠাৎ উপস্থিতিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সকাল প্রায় ১১টা ৩০ মিনিট নাগাদ সাতঘুমতির কাছে পাংখাবাড়ি–কার্শিয়াং রোডে দেখা যায় এক চিতা বাঘকে। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী যানবাহনের ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পায় সে। ঘটনাটি চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের, তারাই পরে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
advertisement
2/5
ভিডিওটিতে দেখা যায়, একটি চিতা রাস্তা পার হওয়ার চেষ্টা করছে, আর ঠিক সেই মুহূর্তে এক স্কুটি চালক সেই পথ দিয়ে চলে যাচ্ছেন। তিনি এতটাই মনোযোগী ছিলেন গাড়ি চালাতে যে পাশেই চিতা রয়েছে, তা খেয়ালই করেননি। কয়েক সেকেন্ডের ব্যবধানে বড় দুর্ঘটনা এড়িয়ে যান ওই চালক। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোড়ন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
অনেকে মন্তব্য করেছেন, "অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক!" — আবার কেউ লিখেছেন, "বন্যপ্রাণীরা এখন রাস্তায় নামছে, আমাদের আরও সচেতন হতে হবে।" পাহাড়ি এলাকার এই ভিডিও ইতিমধ্যেই হাজার হাজার মানুষ দেখেছেন এবং শেয়ার করেছেন। স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক কালে আশেপাশের জঙ্গলে বন্যপ্রাণীর গতিবিধি বাড়ছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, পাহাড়ি রাস্তায় বিশেষ করে সকাল ও সন্ধ্যায় গাড়ি চালানোর সময় সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ বন্যপ্রাণীরা প্রায়শই খাবারের সন্ধানে জঙ্গল থেকে রাস্তায় বেরিয়ে আসে। পর্যটক এবং স্থানীয় চালকদের জন্য গতি নিয়ন্ত্রণে রাখার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
ঘটনাটি নতুন করে মনে করিয়ে দিল, প্রকৃতির জগতে মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান কতটা গুরুত্বপূর্ণ। উন্নয়নের চাপে বনাঞ্চল ক্রমেই ছোট হয়ে আসছে, ফলে মানুষ-প্রাণীর সংঘাত বাড়ছে। তাই বিশেষজ্ঞদের মতে, সচেতনতা এবং সংরক্ষণই এখন একমাত্র পথ যাতে এমন বিপজ্জনক পরিস্থিতি এড়ানো যায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য