Darjeeling News: বড়দিনে দার্জিলিংয়ের সবচেয়ে সুন্দর জায়গাটি কি দেখেছেন? মুগ্ধ হয়ে যাবেন! রইল সম্পূর্ণ গাইড
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Darjeeling News: পাহাড় সফরে এসে অনেক পর্যটকের মনেই প্রশ্ন—এই বড়দিনে দার্জিলিঙে কোন কোন চার্চ ঘুরে দেখলে বড়দিনের আসল আবহ অনুভব করা যাবে?
advertisement
1/7

দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : বড়দিন মানেই পাহাড়ে অন্যরকম অনুভূতি। ঠান্ডা হাওয়া, কুয়াশা মোড়া রাস্তা, চারদিকে আলোর সাজ আর ভেসে আসা ক্যারল গানের সুর—এই পরিবেশে দার্জিলিঙে বড়দিন কাটাতে ভিড় জমাচ্ছেন অসংখ্য পর্যটক। পাহাড় সফরে এসে অনেক পর্যটকের মনেই প্রশ্ন—এই বড়দিনে দার্জিলিঙে কোন কোন চার্চ ঘুরে দেখলে বড়দিনের আসল আবহ অনুভব করা যাবে?
advertisement
2/7
প্রথমেই পর্যটকদের পছন্দের তালিকায় রয়েছে মেল রোড সংলগ্ন সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। প্রায় দেড়শো বছরের বেশি পুরনো এই ঐতিহ্যবাহী চার্চ বড়দিনে মধ্যরাতের প্রার্থনা, ক্যারল গান এবং আলোকসজ্জার জন্য বিশেষভাবে পরিচিত। এখানকার বড়দিনের প্রার্থনায় অংশ নিয়ে পর্যটকরা একসঙ্গে অনুভব করতে পারেন ইতিহাস ও উৎসবের মিলন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/7
এরপর রয়েছে দার্জিলিঙের সবচেয়ে পুরনো চার্চ হিসেবে পরিচিত সেন্ট পলস চার্চ। পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকা এই চার্চে বড়দিনের দিনে প্রার্থনার পাশাপাশি পর্যটকদের নজর কাড়ে তার ব্রিটিশ আমলের স্থাপত্য এবং শান্ত পরিবেশ। ভিড়ের বাইরে একটু নিরিবিলি বড়দিন কাটাতে চাইলে এই চার্চ হতে পারে আদর্শ গন্তব্য।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/7
শান্ত প্রার্থনা ও নিরিবিলি পরিবেশের খোঁজে অনেকেই যাচ্ছেন লোরেটো কনভেন্ট চ্যাপেল-এ। বড়দিনে বিশেষ প্রার্থনা ও সাজসজ্জা এই চ্যাপেলকে করে তোলে আরও মনোরম। পর্যটকদের মতে, এই চ্যাপেলে এসে বড়দিনের ধর্মীয় ও আত্মিক দিকটি আরও গভীরভাবে অনুভব করা যায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/7
অন্যদিকে, বড়দিনের সবচেয়ে জমজমাট ছবি দেখা যায় রোমান ক্যাথলিক চার্চ (সেক্রেড হার্ট চার্চ)-এ। আলো, ক্যারল গান আর মধ্যরাতের প্রার্থনায় এখানে তৈরি হয় উৎসবের প্রাণকেন্দ্র। বড়দিনে পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের ভিড়ও চোখে পড়ার মতো।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/7
সবশেষে, ভিড়ের বাইরে পাহাড়ি পরিবেশে বড়দিন কাটাতে চাইলে পর্যটকরা যেতে পারেন নর্থ পয়েন্ট সংলগ্ন সেন্ট জোসেফস চার্চ-এ। শান্ত পরিবেশে স্থানীয়দের সঙ্গে বড়দিনের প্রার্থনায় অংশ নিয়ে পর্যটকদের জন্য এটি হয়ে উঠছে আলাদা অভিজ্ঞতা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
7/7
এই বড়দিনে পাহাড়ে বেড়াতে এসে শুধু প্রকৃতি নয়, দার্জিলিঙের ঐতিহ্য, বিশ্বাস আর উৎসবের আবহ একসঙ্গে উপভোগ করতে চাইলে এই পাঁচটি চার্চে ঘুরে দেখা নিঃসন্দেহে স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য