Road Closed: ভয়ঙ্কর বিপর্যয়! ফুঁসছে তিস্তা, লাগাতার ভারী বৃষ্টিতে ফের ধস, জাতীয় সড়কে বন্ধ যান চলাচল! চরম ভোগান্তি
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Road Closed: উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টিপাতের জেরে একাধিক জায়গায় ধস, জলস্তর বৃদ্ধি তিস্তায়, আতঙ্কে এলাকাবাসী।
advertisement
1/5

নিম্নচাপের জেরে উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাত। লাগাতার একটানা ভারী বৃষ্টিপাতের কারণে জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস বিপর্যস্ত পশ্চিমবঙ্গ ও সিকিমের লাইফ লাইন ১০ নং জাতীয় সড়ক।
advertisement
2/5
লাগাতার বৃষ্টিপাতের কারণে ক্রমশ ফুলে ফেঁপে উঠছে তিস্তা। বর্তমানে তিস্তার জলস্তর বিপাক সীমার উপর দিয়ে বইছে। অন্যদিকে লাগাতার বৃষ্টিতে দশ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল।
advertisement
3/5
শনিবার দশ নম্বর জাতীয় সড়কের কালিঝোরা, বিরিক দাঁড়া-সহ বিভিন্ন জায়গায় ধ্বস নামে। পাশাপাশি পনবুদাঁড়া হয়ে কালিম্পংগামী রাস্তা ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে।
advertisement
4/5
অন্যদিকে রাতভর বৃষ্টিতে তিস্তার জলস্তর বাড়ায় আতঙ্ক বাড়ছে ওই এলাকার বাসিন্দাদের। বিপদ সীমার উপরে জল চলে আসায় স্থানীয় রাতের ঘুম কেড়ে নেয় তিস্তা। ফলে রাতভর রাস্তায় বসে দিন কাটিয়েছে তিস্তা এলাকার বাসিন্দারা।
advertisement
5/5
জেলা প্রশাসনের তরফে যান চলাচলে জারি রয়েছে নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে ঘুর পথে চলছে গাড়ি। অন্যদিকে, কালিঝোড়া এলাকায় রাস্তা সংলগ্ন পাহাড় কেটে সংস্কারের কাজ শুরু করা হয়েছে। তবে, বৃষ্টির জেরে সেই কাজ মাঝেমধ্যেই ব্যহত হচ্ছে। কবে শেষ হবে কাজ তা অবশ্য এখনও স্পষ্ট নয়।