Darjeeling Toy Train: দার্জিলিং বেড়াতে যাচ্ছেন? আংশিক বন্ধ টয়ট্রেন, জেনে নিতে পারেন বিস্তারিত
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
Darjeeling Toy Train: প্রতি বর্ষার সময়েই বন্ধ রাখা হয়। কেননা এই সময়ে পর্যটকের সংখ্যা তুলনায় কম থাকে।
advertisement
1/5

ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। সে কারণ দেখিয়ে বৃহস্পতিবার থেকে ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকছে টয়ট্রেনের ৪টি "জয় রাইড" পরিষেবা। দার্জিলিং, বাতাসিয়ালুপ এবং ঘুমের মধ্যে সংযোগকারী এই চার পরিষেবা বন্ধের সিদ্ধান্ত উত্তর-পূর্ব সীমান্ত রেলের।
advertisement
2/5
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেল। এর মধ্যে ৩টি স্টিম-ইঞ্জিন এবং একটি ডিজেল-ইঞ্জিন চালিত পরিষেবা রয়েছে। বৃষ্টির মরসুমে পাহাড়ে পর্যটকের সংখ্যাও তুলনায় কমই থাকে। আর্থিক ক্ষতির কথা মাথায় রেখেই কি এই সিদ্ধান্ত রেলের?
advertisement
3/5
প্রতি বর্ষার সময়েই বন্ধ রাখা হয়। কেননা এই সময়ে পর্যটকের সংখ্যা তুলনায় কম থাকে। স্টিম ইঞ্জিন চালালে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। জ্বালানির খরচ বেড়েছে। পাশাপাশি ভারী বর্ষায় লাইনে ধস পড়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
4/5
টয়ট্রেন বেলাইনের সম্ভাবনাও থাকছে৷ সম্প্রতি টয়ট্রেন লাইনচ্যুতও হয়েছে। তবে রেল কর্তারা ভারী বৃষ্টির কথা উল্লেখ করেই পরিষেবা বন্ধ রাখছে। তবে দার্জিলিং ও ঘুমের মধ্যে অন্য আরও কয়েকটি স্টিম এবং ডিজেল চালিত জয় রাইড পরিষেবা জারি থাকছে।
advertisement
5/5
প্রেস বিজ্ঞপ্তি জারি করেছেন উত্তির-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগকারী অফিসার সব্যসাচী দে।