TRENDING:

Darjeeling Durga Puja 2023: এবার পুজোয় এত সস্তায় দার্জিলিং! ভাবতেও পারবেন না, সরকারি ট্যুর প্যাকেজে লাভই লাভ

Last Updated:
Darjeeling: এনবিএসটিসি-র তরফে জানানো হয়েছে, স্ট্যান্ডার্ড প্যাকেজে ওয়েস্টার্ন টয়লেট, গিজার থাকবে।
advertisement
1/6
এবার পুজোয় এত সস্তায় দার্জিলিং! ভাবতেও পারবেন না, সরকারি ট্যুর প্যাকেজে লাভই লাভ
পুজোর আর মাত্র কয়েকটা মাস বাকি। দিন গোনা শুরু করে দিয়েছেন আম বাঙালি। পুজোর ছুটিতে বেড়ানোর পরিকল্পনাও করতে শুরু করেছেন অনেকেই। আর বাঙালির বেড়ানো মানেই তো দীপুদা এগিয়ে থাকে সবার আগে। অর্থাৎ দীঘা, পুরী আর দার্জিলিং।
advertisement
2/6
তবে এখন বেড়ানোর যা ধূম তাতে আগে থেকে বুক না করলে পরে গিয়ে যে কোনও জায়গাতেই ঠাঁই পাওয়া কঠিন। তবে এবার বেড়ানোর ক্ষেত্রে অভিনব অফার দিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার প্যাকেজ ট্যুরে দার্জিলিং প্যাকেজ ট্যুর শুরু হচ্ছে ৭৫০০ টাকা থেকে।
advertisement
3/6
মোটামুটি চারদিনের প্যাকেজ। স্ট্যান্ডার্ড আর ডিলাক্স এই দু-রকমের প্যাকেজ রয়েছে এই সরকারি সংস্থার। এক্ষেত্রে আপনি যদি ডিলাক্স প্যাকেজ ট্যুরটি নিতে চান তবে মাথাপিছু খরচ পড়বে ৯ হাজার টাকা।
advertisement
4/6
এনবিএসটিসি-র তরফে জানানো হয়েছে, স্ট্যান্ডার্ড প্যাকেজে ওয়েস্টার্ন টয়লেট, গিজার থাকবে। আর ডিলাক্স ক্যাটাগরিতে থাকবে ডিলাক্স রুমের সুবিধা। স্ট্যান্ডার্ড প্যাকেজে নন এসি ট্যুরিস্ট বাস, এসএইউভি, সেডান থাকবে। তবে এটা অন্য পর্যটকদের সঙ্গে আপনাকে শেয়ার করতে হবে।
advertisement
5/6
তবে ডিলাক্সের ক্ষেত্রে আপনার জন্য়ই এসি গাড়ি, এসইউভি থাকবে। ডিলাক্স প্যাকেজে আপনাকে লামাহাটা, তিনচুলে, তাকদার মতো জায়গাও অন্তর্ভূক্ত হবে।
advertisement
6/6
এই প্যাকেজের মধ্য়েই গাড়ি, হোটেল, খাওয়া দাওয়া, কিছু জায়গায় এন্ট্রি ফি, ট্যুর ম্যানেজারের সুবিধা মিলবে। প্রথম দিন এনজেপি স্টেশন, বাস টার্মিনাস অথবা এয়ারপোর্ট থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং নিয়ে যাওয়া হবে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Darjeeling Durga Puja 2023: এবার পুজোয় এত সস্তায় দার্জিলিং! ভাবতেও পারবেন না, সরকারি ট্যুর প্যাকেজে লাভই লাভ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল