TRENDING:

Darjeeling Dooars : মাত্র ৭৭০ টাকায় ডুয়ার্সে বেড়ানোর নয়া আকর্ষণ 'ভিস্টাডোম'! পুজো প্ল্যানিংয়ের আগে জেনে নিন টিকিটের স্ট্যাটাস...

Last Updated:
Darjeeling Dooars : ট্রেনে বসেই জঙ্গল সাফারির সুযোগ। সঙ্গে থাকবে নাচ-গান।
advertisement
1/8
৭৭০ টাকায়  ডুয়ার্সে বেড়ানোর নয়া আকর্ষণ 'ভিস্টাডোম'! জেনে নিন টিকিটের স্ট্যাটাস
করোনা আবহে ভ্রমণপিপাসু বাঙালির জীবনে যেন নেমে এসেছে গ্রহণ। দীর্ঘদিন ধরে ঘরবন্দি। নানা বিধিনিষেধে পর্যটনকেন্দ্রগুলোও বন্ধ বা কোনও কোনও ক্ষেত্রে আংশিক খোলা থাকলেও রয়েছে অনেক নিয়মের বেড়াজাল। তবে, ধীরে ধীরে চালু হচ্ছে পর্যটনকেন্দ্রগুলো (Darjeeling Dooars)। বারবার বিধিনিষেধ ও করোনার বাড়বাড়ন্তে হওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে পর্যটন শিল্পও।
advertisement
2/8
বহু মানুষই পুজোর সময়ে কোথাও বেড়াতে (Darjeeling Dooars) যেতে পছন্দ করেন। তাই পুজোর আগে পর্যটন শিল্পকে আবার ভালো জায়গায় নিয়ে যেতে একাধিক উদ্যোগ নিয়েছে রেল। তার মধ্যে পর্যটকদের ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাতে চালু হয়েছে ভিস্টাডোম পরিষেবা (Vistadome Service)।
advertisement
3/8
ভিস্টাডোমে ডুয়ার্স (Darjeeling Dooars) ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। ট্রেনে বসেই জঙ্গল সাফারির সুযোগ পাওয়া যাবে। সঙ্গে থাকবে নাচ-গান। থাকবে চা-বাগানে টি টেস্টিংয়ের সুযোগ। সপ্তাহে ৩ দিন চলবে এই ট্রেন। ডুয়ার্সের মাদকতা উপভোগ করতে পারবেন পর্যটকেরা।
advertisement
4/8
কিন্তু জানা যাচ্ছে, ভিস্টাডোমের ((Vistadome Service) জার্নি মানুষের এতটাই পছন্দ হয়েছে যে, আগামি অক্টোবর মাস পর্যন্ত সমস্ত টিকিট বুকিং রয়েছে। সেদিক থেকে টয় ট্রেনের চাহিদাটা এখন একটু কম রয়েছে। সব মিলিয়ে জমজমাট ভিস্টাডোম পরিষেবা ((Vistadome Service)।
advertisement
5/8
তবে এরইপাশাপাশি অন্যান্য জায়গায় পর্যটকদের পাহাড়ের মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করাতে পুনরায় চালু হয়েছে টয় ট্রেনও (Toy Train)। তবে, টয় ট্রেনের যাত্রী সংখ্যা কম থাকলেও ১০০ শতাংশ পর্যটক নিয়ে ভ্রমণ করছে ভিস্টাডোম (Vistadome)।
advertisement
6/8
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামি অক্টোবর মাস পর্যন্ত সম্পূর্ণ বুকিং রয়েছে ভিস্টাডোমের টিকিট। তাই পর্যটকরা বাধ্য হয়ে ভিস্টাডোমে ভ্রমণের পরিবর্তে অন্যত্র ভ্রমণের ঠিকানা খুঁজে নিচ্ছেন।
advertisement
7/8
রাজ্যের বাসিন্দা হিসেবে ভিস্টাডোমের সফর করতে পেরে দারুণ খুশি পর্যটকরাও। বলছেন, 'পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাছে এটা একটা বিশাল প্রাপ্তি। শারদীয়ার আগে এরকম একটা ট্রেন বা ভিস্টাডোম কোচ খুবই ভালো উদ্যোগ।
advertisement
8/8
বিশেষ করে নিউ জয়পাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের রুটটা খুবই ভালো। এই রুটের প্রাকৃতিক শোভা এতটাই সুন্দর যে, নদী, পাহাড়, তার মধ্যে ঘন জঙ্গলে ভরা রুট। এর মধ্যে দিয়ে যখন ট্রেন যায় অবশ্যই দারুণ লাগে। তার উপর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যদি আবার কাঁচের ট্রেনের মধ্যে দিয়ে দেখতে পারি, তাহলে জার্নিটা আরও বেশি মনোগ্রাহী হয়ে ওঠে।'
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Darjeeling Dooars : মাত্র ৭৭০ টাকায় ডুয়ার্সে বেড়ানোর নয়া আকর্ষণ 'ভিস্টাডোম'! পুজো প্ল্যানিংয়ের আগে জেনে নিন টিকিটের স্ট্যাটাস...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল