TRENDING:

Darjeeling Disaster: পাহাড়ে বিপর্যয়ের সুযোগে বিপাকে পর্যটকরা, ফুলেফেঁপে উঠেছে গাড়িচালকরা, দার্জিলিং-কালিম্পং থেকে ফিরতে কত টাকা চাইছে জানেন?

Last Updated:
Darjeeling Disaster: দার্জিলিং-শিলিগুড়ি (৬৩ কিমি) ভাড়া ছিল প্রায় ₹৩,৫০০, সেখানে এখন চাওয়া হচ্ছে ₹১২,০০০ থেকে ₹১৫,০০০ পর্যন্ত! অনেক পর্যটক জানিয়েছেন, অনুনয়-বিনয় করেও তারা ন্যায্য ভাড়ায় গাড়ি পাচ্ছেন না।
advertisement
1/9
পাহাড়ে বিপর্যয়ের সুযোগে বিপাকে পর্যটকরা,দার্জিলিং-কালিম্পং থেকে ফিরতে কত টাকা চাইছে জানেন?
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: প্রকৃতির রোষে যখন পাহাড়জুড়ে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়, তখন সেই পরিস্থিতিতেই ফুলেফেঁপে উঠেছে একাংশ গাড়িচালকদের ব্যবসা। পাহাড়ে ধস, রাস্তাঘাট বন্ধ, আটকে পড়া পর্যটকদের অসহায় অবস্থা—সব মিলিয়ে চরম দুর্ভোগের চিত্র এখন গোটা দার্জিলিং ও তরাই-ডুয়ার্স অঞ্চলে।
advertisement
2/9
*গত কয়েকদিনের টানা বর্ষণে দার্জিলিং ও কালিম্পংয়ের একাধিক রাস্তায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলিগুড়ির সঙ্গে। এই অবস্থায় পর্যটকদের জন্য দার্জিলিং থেকে শিলিগুড়ি নামা যেন এক প্রকার ‘দুঃস্বপ্ন’।
advertisement
3/9
*আগে যেখানে দার্জিলিং-শিলিগুড়ি (৬৩ কিমি) ভাড়া ছিল প্রায় ₹৩,৫০০, সেখানে এখন চাওয়া হচ্ছে ₹১২,০০০ থেকে ₹১৫,০০০ পর্যন্ত! অনেক পর্যটক জানিয়েছেন, অনুনয়-বিনয় করেও তারা ন্যায্য ভাড়ায় গাড়ি পাচ্ছেন না।
advertisement
4/9
*দমদমের এক পর্যটকের কথায়, “হাতজোড় করে অনুরোধ করেও কাজ হয়নি। ১২ হাজার টাকার নিচে গাড়ি দেবে না কেউ। আমরা ১৭ জন—সব টাকা খরচ হয়ে গিয়েছে, বাধ্য হয়ে হোটেলে থেকে যাচ্ছি।”
advertisement
5/9
*শনিবার রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে আরেকজন বলেন, “রাতভর মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি, আর ধসে বন্ধ রাস্তা—ঘুমোতেই পারিনি। সোমবার সকালে হোটেল ছাড়তেই বিপদ, কেউই শিলিগুড়ি নামাতে রাজি নয়।”
advertisement
6/9
*গাড়িচালকদের দাবি, পরিস্থিতি বিপজ্জনক, “রাস্তায় ধস, পাঙ্খাবাড়ি ঘুরে যেতে হচ্ছে, ঝুঁকি অনেক। ১৫ হাজার টাকায়ও সহজ না,” এমনটাই বলছেন এক চালক।
advertisement
7/9
*তবে পর্যটকদের প্রশ্ন, “এই বিপদের সময় পাশে দাঁড়ানো উচিত, না উল্টে পরিস্থিতির সুযোগ নেওয়া?”
advertisement
8/9
*ফলে ট্রেনের টিকিট বাতিল, হোটেলে অতিরিক্ত খরচ, আর অনিশ্চিত ফেরা—সব মিলিয়ে বিপদে পর্যটকরা। দার্জিলিংয়ের হোটেল মালিক সংগঠনও জানিয়েছে, বহু পর্যটক এখন আটকে আছেন, কেউ শিলিগুড়ি নামতে পারছেন না, কেউ আবার বাধ্য হয়ে ফেরার তারিখ পিছিয়ে দিচ্ছেন।
advertisement
9/9
*উত্তরবঙ্গের পাহাড়ে এই মুহূর্তে একটাই দৃশ্য—প্রকৃতির রোষে পাহাড়ের কান্না, আর তারই সুযোগে কিছু মানুষের পকেটভর্তি হাসি।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Darjeeling Disaster: পাহাড়ে বিপর্যয়ের সুযোগে বিপাকে পর্যটকরা, ফুলেফেঁপে উঠেছে গাড়িচালকরা, দার্জিলিং-কালিম্পং থেকে ফিরতে কত টাকা চাইছে জানেন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল