TRENDING:

Darjeeling App Cab: এসি ক্যাবে ২০০ টাকায় শিলিগুড়ি-দার্জিলিং! রাজ্যের বিরাট উদ্যোগ! কোথা থেকে মিলবে গাড়ি? জানুন

Last Updated:
Darjeeling App Cab: শিলিগুড়ি থেকে দার্জিলিং গাড়ি পিছু ভাড়া ১,৯৫৪ টাকা। একটি গাড়িতে ৯ জন যাত্রী যেতে পারবেন। ফলে এই টাকাটা ৯ ভাগে ভাগ হবে। মাথাপিছু ২০০ টাকার কিছু বেশি পড়বে।
advertisement
1/6
এসি ক্যাবে ২০০ টাকায় শিলিগুড়ি-দার্জিলিং!রাজ্যের বড় উদ্যোগ!কোথা থেকে মিলবে গাড়ি?
*শিলিগুড়িতেও অ্যাপ ক্যাব চালু করে দিল দার্জিলিং জেলা প্রশাসন। শিলিগুড়ি-দার্জিলিং রুটে ক্যাব চালু করে দিল পরিবহণ দফতর। সরকারের এই অ্যাপ ক্যাব পরিষেবা শুরু করার মূল উদ্দেশ্য ছিল যাত্রীরা যাতে সঠিক ভাড়ায় গন্তব্যে পৌঁছতে পারেন।
advertisement
2/6
*দার্জিলিংয়ের আঞ্চলিক পরিবহণ আধিকারিক সোনম লেপচা জানিয়েছেন, আপাতত শিলিগুড়ি থেকে শুরু হলেও, এরপর উত্তরবঙ্গের সর্বত্রই অ্যাপের মাধ্যমে যাত্রী সাথী ক্যাব চালানো হবে। এই ক্ষেত্রে মূলত দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে।
advertisement
3/6
*শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, পর্যটক এবং সাধারণ যাত্রীদের কম খরচে বিনা সমস্যায় গন্তব্যে পৌঁছতে এই বন্দোবস্ত।
advertisement
4/6
*শিলিগুড়ি থেকে দার্জিলিং গাড়ি পিছু ভাড়া ১,৯৫৪ টাকা। একটি গাড়িতে ৯ জন যাত্রী যেতে পারবেন। ফলে এই টাকাটা ৯ ভাগে ভাগ হবে। মাথাপিছু ২০০ টাকার কিছু বেশি পড়বে।
advertisement
5/6
*যত বেশি দূরের জন্য ভাড়া করা হবে, তত তুলনামূলক ভাড়া কম পড়বে। শিলিগুড়ি কোর্ট মোড় চত্বর থেকে কেউ বাগডোগরা বিমানবন্দরে যাওয়ার জন্য ১০ কিলোমিটারের জন্য এসি ক্যাবের ভাড়া লাগবে গড়ে ৮০০ টাকা। নন এসি হলে ক্যাবের ক্ষেত্রে ওই ভাড়া ৭২০ টাকার মতো।
advertisement
6/6
*এনজেপি থেকে বাগডোগরা বিমানবন্দরে যেতে এসি ক্যাবে যাত্রীদের গুনতে হবে প্রায় ৯৫০ টাকা। তবে শহরের মধ্যেও ক্যাব ভাড়া করা যাবে। পরিষেবা দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা পরিবহণ দফতরের।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Darjeeling App Cab: এসি ক্যাবে ২০০ টাকায় শিলিগুড়ি-দার্জিলিং! রাজ্যের বিরাট উদ্যোগ! কোথা থেকে মিলবে গাড়ি? জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল