North Bengal News: উত্তরবঙ্গে যাওয়ার আগে বিপদ! জাতীয় সড়কের উপর ভেঙে গেল রাস্তা, ব্যাপক যানজট
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
North Bengal news: উত্তরবঙ্গে যাওয়ার পথে ব্যাপক দুর্যোগ। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে সেতুতে বিপত্তি। রাস্তা ভেঙে লোহার জাল বেরিয়ে পড়েছে জাতীয় সড়কে।
advertisement
1/5

উত্তরবঙ্গে যাওয়ার পথে ব্যাপক দুর্যোগ। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে সেতুতে বিপত্তি। ভেঙে লোহার জাল বেরিয়ে পড়েছে জাতীয় সড়কে। উত্তর ও দক্ষিণবঙ্গের সংযোগকারী ১২ নম্বর জাতীয় সড়কে সুতির আহিরণ ব্রিজের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। ব্রিজের জঙ্গিপুরমুখী এবং ফরাক্কামুখী দুই প্রান্তে প্রায় ১০-১৫ কিলোমিটার লম্বা গাড়ির লাইন পড়ে গিয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে দ্রুত ব্রিজ মেরামতি করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
advertisement
2/5
সুতি থানার ফিডার ক্যানেলের উপর নির্মিত আহিরণ ব্রিজ উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ সেতু। মেরামতির কারণে দীর্ঘদিন বহরমপুর থেকে ফরাক্কামুখী একটি লেন বন্ধ। জঙ্গিপুরমুখী যে লেনটি খোলা, সেটি দিয়েই দূরপাল্লার গাড়িগুলো যাতায়াত করছে।
advertisement
3/5
জেলা পুলিশের এক আধিকারিক জানান, জাতীয় সড়কের একটি লেন দিয়েই পণ্য ও যাত্রিবাহী গাড়ি যাতায়াত করায় ব্রিজের উপর চালু থাকা লেনটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যেই বাসিন্দারা দেখেন ব্রিজের বেশ কিছুটা অংশের সিমেন্ট ও পাথরের আস্তরণ সরে গিয়ে লোহার জালি বেরিয়ে পড়েছে। এরপরই প্রশাসনের তরফে দ্রুত জাতীয় সড়ক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। বড়সড় দুর্ঘটনা এড়াতে পুলিশ বেশ কিছুক্ষণ ওই লেন দিয়েও গাড়ি চলাচল বন্ধ রাখে। ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শনের পর তার একফালি রাস্তা দিয়ে পরে যাত্রিবাহী গাড়িগুলোকে ছাড়া হলেও পণ্যবাহী গাড়িগুলো আপাতত জাতীয় সড়কে দাঁড়িয়ে।
advertisement
4/5
জাতীয় সড়ক কর্তৃপক্ষ মুর্শিদাবাদ জেলায় ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের সময় বছর দুয়েক আগে সুতির আহিরণে ফিডার ক্যানালের উপর একটি নতুন ব্রিজ তৈরি করে। পুরনো ব্রিজটিও সংস্কার করা হয়। নতুন ব্রিজ চালু হয়ে যাওয়ার পর জাতীয় সড়কের সেই লেনটি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য ব্যবহার করা হয় এবং পুরনো ব্রিজটি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গমুখী যান চলাচলের কাজে ব্যবহৃত হয়। কবে আবার নতুন ব্রিজটি খুলে দেওয়া হয়! অপেক্ষায় যাত্রীরা।
advertisement
5/5
প্রশাসন সূত্রে জানানো জানা গিয়েছে, ব্রিজের যে অংশটিতে লোহার তারের জালি বেরিয়ে পড়েছে ইতিমধ্যে সেখানে জাতীয় সড়ক কর্তৃপক্ষ মেরামতির কাজ শুরু করেছে। তবে ব্রিজের উপর দিয়ে যান চলাচল স্বাভাবিক হতে আরও বেশ কয়েক ঘন্টা লাগবে বলে জানা গিয়েছে। ব্রিজের ক্ষতিগ্রস্থ অংশ পরিদর্শনের পর তার একটি সংকীর্ণ অংশ দিয়ে পরবর্তীকালে যাত্রীবাহী গাড়িগুলোকে একে একে ছেড়ে দেওয়া শুরু হলেও পন্যবাহী গাড়িগুলো আপাতত জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে রয়েছে।কৌশিক অধিকারী