Siliguri News: দীর্ঘ ১৩ বছর পর শিলিগুড়িতে দলাই লামা! কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল শহর
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
শিলিগুড়ির সালুগারা এলাকাতে অবস্থিত সেদ গুয়েড মনেস্ট্রিতে আসেন দলাই লামা। সেখানে টিবেটান ধর্ম নিয়ে শিক্ষা দান করেন তিনি।
advertisement
1/5

শিলিগুড়ি: দীর্ঘ ১৩ বছর পর শিলিগুড়িতে এলেন বৌদ্ধ ধর্ম গুরু দলাই লামা। শিলিগুড়ির সালুগারা এলাকাতে অবস্থিত সেদ গুয়েড মনেস্ট্রিতে আসেন তিনি।
advertisement
2/5
সেখানে টিবেটান ধর্ম নিয়ে শিক্ষা দান করেন। এদিন দার্জিলিং কালিম্পং সিকিম ডুয়ার্স সহ পার্শ্ববর্তী দেশ নেপাল ভুটান থেকে প্রায় ২০০০০ ভক্তদের সমাগম হয় ওই মনেস্ট্রিতে।
advertisement
3/5
জানা গিয়েছে,এদিনের এই কর্মসূচি শেষে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। চলতি মাসে তিনি সিকিম আসেন এবং আজ সিকিম থেকে শিলিগুড়িতে আসেন তিনি।
advertisement
4/5
তার এই সফরকে ঘিরে শালুগাড়া এলাকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকতে দেখা যায়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ।
advertisement
5/5
এদিন বিশেষ অতিথি হিসেবে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা।