Hailstorm Alert: ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ঝামেলায় কাতর উত্তর, শুরু হয়েছে তীব্র শিলাবৃষ্টি, সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Hailstorm Alert: হু হু করে কমবে পারদ! হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে উত্তরবঙ্গবাসী, তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে!
advertisement
1/6

অসম ও তার পার্শ্ববর্তী এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেই সাইক্লোনিক সার্কুলেশনটি লোয়ার ট্রপোস্ফিয়ার স্তরে বিস্তৃত রয়েছে৷ এর মধ্যে দিয়ে বিস্তৃত রয়েছে সক্রিয় অক্ষরেখা৷ এছাড়াও রয়েছে নতুন তৈরি হওয়া একটি পশ্চিমী ঝঞ্ঝা৷ এরই জেরে ইতিমধ্যেই শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি৷
advertisement
2/6
সকাল থেকেই ঘন কুয়াশার সঙ্গে মেঘে ঢাকা আকাশ শৈলশহর দার্জিলিংয়ে । দিন গড়ালেই ঘন কুয়াশার সঙ্গে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বৃষ্টির পরেই হুহু করে কমবে পারদ সঙ্গে হতে পারে তুষারপাত। দিনের সাথে উত্তরের আবহাওয়ায় বিরাট পরিবর্তন।
advertisement
3/6
মঙ্গলবার ঘন কুয়াশা মেঘলা আকাশ দুপুরের পর থেকেই হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গী হবে হাড় কাঁপানো ঠান্ডা।উত্তরের পাঁচ জেলাতেই ধেয়ে আসছে হাড় কাঁপানো শীত। কুয়াশাচ্ছন্ন মেঘে ঢাকা আকাশ সঙ্গে উত্তুরে হাওয়া। নতুন বছরেই তুষারপাতের সম্ভাবনা শৈলশহর দার্জিলিংয়ে। ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতে। চলতি সপ্তাহে আরও দু থেকে তিন ডিগ্রী পারদ কমতে পারে।
advertisement
4/6
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে শীতের দাপট। চলতি সপ্তাহেই সাদা বরফের চাদরে মুড়তে পারে দার্জিলিং, সোনাদা, ঘুম সহ কালিম্পং পার্বত্য এলাকা । শীত থেকে বাঁচতে ইতিমধ্যেই গায়ে জড়িয়েছে মোটা শীতবস্ত্র। রাস্তায় রাস্তায় গা-হাত-পা সেঁকতে আগুন জ্বালিয়ে বসে রয়েছে স্থানীয়রা সঙ্গে যোগ দিয়েছে পর্যটকরাও।
advertisement
5/6
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হু হু করে কমবে পারদ পার্বত্য এলাকার পাশাপাশি রেহাই পাবে না সমতলও। জাকিয়ে শীতে কাঁপবে গোটা উত্তরবঙ্গ।
advertisement
6/6
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহেই শৈল শহরে হালকা বৃষ্টির পূর্বাভাস , ইতিমধ্যেই উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জাকিয়ে শীত। চলতি সপ্তাহেই আবহাওয়ার বিরাট পরিবর্তন। উত্তুরে হাওয়ায় শীতের দাপট উত্তরবঙ্গ জুড়ে।