Cyclone Remal Update: তীব্র ঘূর্ণিঝড় রিমল-এর ভয়ঙ্কর ধ্বংসলীলা চলল রাতভর, উত্তরেও 'তোলপাড়' আবহাওয়া...! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার তাণ্ডব, কেমন থাকবে সারাদিন?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
Cyclone Remal Update: দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে রিমল৷ তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, রিমল-এর প্রভাব পড়েছে উত্তরেও৷ রবিবার থেকেই উত্তরবঙ্গের আবহাওয়া তুমুল বদলে গেছে। মাঝরাতে বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়।
advertisement
1/11

সাইক্লোন রিমল-এর ধ্বংসলীলা চলল প্রায় রাতভর৷ আশঙ্কা সত্যি করে উপকূলে আছড়ে পড়েছে তীব্র ঘূর্ণিঝড় রিমল। রাত যত বেড়েছে ঝড়ের গতিবেগ ততই বেড়েছে। ঝড়ের তাণ্ডবে ভেঙেছে একাধিক গাছ।
advertisement
2/11
দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে রিমল৷ তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, রিমল-এর প্রভাব পড়েছে উত্তরেও৷ রবিবার থেকেই উত্তরবঙ্গের আবহাওয়া তুমুল বদলে গেছে।
advertisement
3/11
রিমলের প্রভাব পড়েছে উত্তরেও! মাঝরাতে বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। তাপমাত্রাও একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে৷
advertisement
4/11
আবহাওয়া দফতর সূত্রের খবর, সকাল থেকে আকাশ মেঘলা, হালকা হালকা রোদও উঠছে । শিলিগুড়ি থেকে পরিস্কার পাহাড়। গুমোট গরম থেকে মুক্তি পেয়েছে বাসিন্দারা৷
advertisement
5/11
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাত থেকেই ধূপগুড়ি শহর-সহ গোটা ডুয়ার্স জুড়ে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
advertisement
6/11
বছরের প্রথম ঘূর্ণিঝড় রিমলের দাপটে মুহূর্তে বদলে গেছে উত্তরবঙ্গের আবহাওয়া৷ বৃষ্টির সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। প্রচন্ড গরমের থেকে স্বস্তি মিলেছে ডুয়ার্সবাসীর।
advertisement
7/11
আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া৷ উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে আজ, সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত।
advertisement
8/11
কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত।
advertisement
9/11
আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে মঙ্গলবার থেকে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে।
advertisement
10/11
উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরে আজ, সোমবার ৫৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও এদিন দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
11/11
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বুধবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। (তথ্যসূত্র-রকি চৌধূরী)