Viral News: জলের মধ্যেই ঘাপটি মেরে ছিল রাক্ষুসে দানব, মাছ ধরার জাল ফেলতেই ঘটল ভয়ঙ্কর কাণ্ড! ভয়ে কাঁটা সকলে, শুনলে শিউরে উঠবেন আপনিও
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Viral News: দানার প্রভাবে সকাল থেকে খারাপ জেলার আবহাওয়া। মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই এভাবে মাছ ধরার জালে বার্মিজ পাইথন উঠে আসার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সকলে।
advertisement
1/5

দানার প্রভাবে সকাল থেকে খারাপ জেলার আবহাওয়া। মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবীরা। তবে জল থেকে জাল তুলতেই জালে উঠে এল বিশাল বার্মিজ পাইথন।
advertisement
2/5
আচমকাই এভাবে মাছ ধরার জালে বার্মিজ পাইথন উঠে আসার ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দিনহাটা শালমারা এলাকার পল্টু নামে ব্যক্তির মাছ ধরার জালে ওঠে এই বার্মিজ পাইথনটি।
advertisement
3/5
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই এভাবে মাছ ধরার জালে বার্মিজ পাইথন উঠে আসার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সকলে।
advertisement
4/5
স্থানীয়রা মিলে বার্মিজ পাইথনটিকে জাল থেকে বের করে একটি বস্তায় ভরে রাখেন কোনও রকমে। এই ঘটনার খবর চাউর হতেই বার্মিজ পাইথন টিকে দেখতে ভিড় জমায় স্থানীয় বহু মানুষ।
advertisement
5/5
এরপর দ্রুত খবর পাঠানো হয় এলাকার এক সর্পপ্রেমী তপন কুমার দেবকে। তিনি দ্রুত এলাকায় পৌঁছান। এবং বার্মিজ পাইথনটিকে উদ্ধার করেন। তারপর তিনি বার্মিজ পাইথনটিকে বন দফতরের হাতে তুলে দেন।