Coldwave Alert: শীত যাব-যাব করেও ফের ফিরল, দুম করে নামছে তাপমাত্রা, হাড় কাঁপানো ঠান্ডার আগাম পূর্বাভাস, ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Coldwave Alert: নতুন মেজাজে উত্তরের আবহাওয়া!ঘন কুয়াশায় ঢাকা পাহাড়,জাঁকিয়ে শীত উত্তরবঙ্গ জুড়ে , উত্তুরে হওয়ার দাপট, চলতি সপ্তাহে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে গোটা উত্তরবঙ্গ
advertisement
1/5

থমথমে মেঘে ঢাকা আকাশ সঙ্গে ঘন কুয়াশার দাপট। রোদের দেখা নেই ,উত্তুরে হওয়ার দাপটে কনকনে হাড় কাপানো শীত গোটা উত্তরবঙ্গ জুড়ে। পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও একইভাবে চলবে শীতের দাপট।
advertisement
2/5
শুক্রবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পাহাড়।উত্তরের পাঁচ জেলাতেই হাড় কাঁপানো শীত সঙ্গে ঘন কুয়াশার দাপট। ফুল মুডে উত্তরবঙ্গ জুড়ে শীতের আমেজ।
advertisement
3/5
উত্তরের উঁচু পার্বত্য এলাকাগুলিতে ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা। ইতিমধ্যেই শৈলশহরে তিন থেকে চার ডিগ্রী পারদ নেমেছে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি ছুঁইছুঁই। সব মিলিয়ে ঠান্ডায় কাবু উত্তরবঙ্গবাসী।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে শীত আরো বাড়বে,হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাত।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন ঘন কুয়াশায় চাদরে মুড়বে পাহাড় থেকে সমতল। ইতিমধ্যেই শৈল শহরে জারি ঘন কুয়াশার অ্যালার্ট। চলতি সপ্তাহেই হাড় কাঁপানো শীতের দাপটে কাঁপবে গোটা উত্তরবঙ্গবাসী।