CM Mamata Banerjee: দুর্যোগে বিধ্বস্ত এলাকা, মুখ্যমন্ত্রীকে একবার কাছ থেকে দেখতে খরস্রোতা নদী পেরিয়ে ভিড় নাগরাকাটায়
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
CM Mamata Banerjee: উত্তরবঙ্গের বন্যা ও ধস বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনে সোমবার পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটা-সহ উত্তরবঙ্গের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি।
advertisement
1/5

প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে খরস্রোতা নদী পেরিয়ে মুখ্যমন্ত্রীকে চোখের দেখা দেখতে ভিড় উত্তরবঙ্গবাসীর! বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকার চেক ও চাকরির ঘোষণা! উত্তরবঙ্গের বন্যা ও ধস বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনে সোমবার পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটা-সহ উত্তরবঙ্গের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি। খরস্রোতা নদী পেরিয়ে মুখ্যমন্ত্রীকে একনজর দেখার জন্য সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী, শোনেন তাদের অভাব-অভিযোগ।
advertisement
2/5
প্রাকৃতিক বিপর্যয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, সেই মৃতদের পরিবারগুলির হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, প্রত্যেক পরিবারের একজনকে সরকারি চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খানিক স্বস্তি ফিরে এসেছে দুর্গত পরিবারের মুখে।
advertisement
3/5
ক্ষতিগ্রস্ত সড়ক, বাঁধ ও ঘরবাড়ির দ্রুত মেরামতির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে দ্রুত ত্রাণ বিতরণ ও পুনর্গঠন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন তিনি। তিস্তা সংলগ্ন এলাকা গুলির বন্যা পরিস্থিতির পর্যালোচনাও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
4/5
তিনি বলেন, “রাজ্য সরকার মানুষের পাশে আছে। কারও ঘর ভেসে গেলে আমরা নতুন ঘর করে দেব। কেউ অভুক্ত থাকবে না।” এদিন বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী, খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়।
advertisement
5/5
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে ক্ষতিগ্রস্ত এলাকা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দফতর। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে এলাকায় ব্যপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।এই সফরের মধ্য দিয়ে বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে নতুন করে আশার আলো জাগিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!