TRENDING:

CM Mamata Banerjee: দুর্যোগে বিধ্বস্ত এলাকা, মুখ্যমন্ত্রীকে একবার কাছ থেকে দেখতে খরস্রোতা নদী পেরিয়ে ভিড় নাগরাকাটায়

Last Updated:
CM Mamata Banerjee: উত্তরবঙ্গের বন্যা ও ধস বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনে সোমবার পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটা-সহ উত্তরবঙ্গের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি।
advertisement
1/5
দুর্যোগে বিধ্বস্ত এলাকা, মুখ্যমন্ত্রীকে একবার কাছ থেকে দেখতে নদী পেরিয়ে ভিড় নাগরাকাটায়
প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে খরস্রোতা নদী পেরিয়ে মুখ্যমন্ত্রীকে চোখের দেখা দেখতে ভিড় উত্তরবঙ্গবাসীর! বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকার চেক ও চাকরির ঘোষণা! উত্তরবঙ্গের বন্যা ও ধস বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনে সোমবার পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটা-সহ উত্তরবঙ্গের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি। খরস্রোতা নদী পেরিয়ে মুখ্যমন্ত্রীকে একনজর দেখার জন্য সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী, শোনেন তাদের অভাব-অভিযোগ।
advertisement
2/5
প্রাকৃতিক বিপর্যয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, সেই মৃতদের পরিবারগুলির হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, প্রত্যেক পরিবারের একজনকে সরকারি চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খানিক স্বস্তি ফিরে এসেছে দুর্গত পরিবারের মুখে।
advertisement
3/5
ক্ষতিগ্রস্ত সড়ক, বাঁধ ও ঘরবাড়ির দ্রুত মেরামতির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে দ্রুত ত্রাণ বিতরণ ও পুনর্গঠন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন তিনি। তিস্তা সংলগ্ন এলাকা গুলির বন্যা পরিস্থিতির পর্যালোচনাও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
4/5
তিনি বলেন, “রাজ্য সরকার মানুষের পাশে আছে। কারও ঘর ভেসে গেলে আমরা নতুন ঘর করে দেব। কেউ অভুক্ত থাকবে না।” এদিন বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী, খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়।
advertisement
5/5
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে ক্ষতিগ্রস্ত এলাকা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দফতর। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে এলাকায় ব্যপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।এই সফরের মধ্য দিয়ে বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে নতুন করে আশার আলো জাগিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
CM Mamata Banerjee: দুর্যোগে বিধ্বস্ত এলাকা, মুখ্যমন্ত্রীকে একবার কাছ থেকে দেখতে খরস্রোতা নদী পেরিয়ে ভিড় নাগরাকাটায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল